X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নর্দান মেডিক্যালে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২০

রংপুর নগরীর ধাপ বুড়িরহাট রোড এলাকার বেসরকারি নর্দান মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা রংপুর মেডিক্যাল কলেজ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন। কলেজ কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদে এবং মাইগ্রেশনের দাবিতে মঙ্গলবারও (১৬ ফেব্রুয়ারি) দিনভর বিক্ষোভ করেন তারা। এদিন শিক্ষার্থীরা বিএমডিসির সভাপতিকে অবরুদ্ধ করে তাদের শিক্ষাজীবন রক্ষা করার দাবি জানান।

গত দুদিন ধরে রংপুর মেডিক্যাল কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এদিকে বিএমডিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ছাড়াই তিন শতাধিক শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মেডিক্যাল কলেজটির অনুমোদন বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। সেখানে অধ্যায়নরত শিক্ষার্থীদের দেশের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির লক্ষ্যে মাইগ্রেশন করার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজের একজন কর্মকর্তা জানান, প্রতারণার শিকার নর্দান মেডিক্যাল কলেজটি বন্ধ করা হলে শিক্ষার্থীরা মাইগ্রেশনের মাধ্যমে অন্য বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করতে পারবেন। বিএমডিসির সভাপতি অধ্যাপক ড. শহিদুল্লাহ এমনই ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. শহিদুল্লাহ রংপুর মেডিক্যাল কলেজ পরিদর্শন করতে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করেন। শিক্ষার্থীরা তাদের মাইগ্রেশন করার অনুমতি প্রদান এবং নর্দান মেডিক্যাল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, নেপাল থেকে আসা শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, নর্দান মেডিকেল কলেজে নেপাল থেকে আসা ৪০ জন শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের পাঠদানের জন্য কোনও শিক্ষক নেই, হাসপাতাল নেই,  বিএমডিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেই। তার পরেও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ বার বার আশ্বাস দেওয়ার পরেও অনুমোদন আনতে পারেনি। যারা শেষ বর্ষ পাস করেছেন তাদের ইন্টার্নশিপের কোনও ব্যবস্থা নিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। ধার করা রোগী ও শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে প্রতারণার মাধ্যমে তাদের শিক্ষাজীবন ধ্বংস করে ফেলেছে। অনেকবার বলেও কোনও প্রতিকার হয়নি।

এদিকে সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের শিক্ষা বিভাগের সচিব এ এইচ এম এনায়েত হোসেন রংপুর মেডিক্যাল কলেজে ‘মেডিক্যাল কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক সেমিনারে যোগদান করে চলে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা মাইগ্রেশন করে তাদের অন্য মেডিক্যাল কলেজে লেখাপড়া করার সুযোগ দানের দাবি জানান। এ সময় তিনি বিষয়টি দেখবেন বলে শিক্ষার্থীদের জানান। এ ঘটনার পরেই নর্দান মেডিক্যাল কলেজটি পুরোপুরি বন্ধ ঘোষণার প্রক্রিয়া শুরু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালবৈশাখী হতে পারে ৮ বিভাগে
৩ দিনের সতর্কবার্তাকালবৈশাখী হতে পারে ৮ বিভাগে
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ