X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যাত্রীবেশী ৮ নারী ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

গাজীপুরে যাত্রীবেশী আট নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকায় মিনিবাস আরোহী এক নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার সময় তাদের আটক করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-আল রশীদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার হোসনে আরা বেগম (৩০), শেফালী আক্তার (২২), মালেক চান (২৫), নাছু বেগম (২২), ডলি আক্তার (২৪), অজুফা বেগম (১৮) এবং হবিগঞ্জ জেলার সদর থানার উচাইল এলাকার সাজেরা বেগম (৩০) ও রোকেয়া বেগম (২৬)। তারা সবাই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় থাকে। 

ওসি মামুন-আল রশীদ জানান, সালেহা বেগম নামে এক নারী মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে চান্দনা চৌরাস্তায় যাওয়ার জন্য ঢাকাগামী একটি মিনিবাসে ওঠেন। এ সময় যাত্রীবেশে আট-নয় নারী ছিনতাইকারী তার পেছনে ওই মিনিবাসে ওঠে। বাসটি কিছুদূর যাওয়ার পর নারী ছিনতাইকারীরা সালেহার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় সালেহার চিৎকারে লোকজন ও পুলিশ এগিয়ে এসে আট নারী ছিনতাইকারীকে আটক এবং ছিনিয়ে নেওয়া চেইনটি উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা সংঘবদ্ধ নারী ছিনতাইকারী দলের সদস্য বলে স্বীকার করেছে। তারা যাত্রীবেশে বিভিন্ন গাড়িতে উঠে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও চুরি করে থাকে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট