X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ফেব্রুয়ারিতে নিউমোনিয়ায় ৬ শিশুর মৃত্যু

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
১১ মার্চ ২০২১, ১৯:৫৩আপডেট : ১১ মার্চ ২০২১, ১৯:৫৩

খাগড়াছড়িতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ফেব্রুয়ারিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় শতাধিক শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা-জ্বরে আক্রান্ত হওয়ার পর দেরিতে হাসপাতালে নিয়ে আসার কারণেই অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার লুসা চাকমার দুই দিন বয়সী শিশু, গত ৪ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার শাহিন আলমের একদিনের শিশু, ৯ ফেব্রুয়ারি পানছড়ি উপজেলার উপেন চাকমার ছয় মাস বয়সী শিশু প্রথম চাকমা এবং দিঘীনালার উল্টাছড়ি এলাকার চিক্কো চাকমার তিন মাস বয়সী ছেলে ব্রিন্ধা চাকমা, ২১ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সদরের মোহাম্মদ রহিমের তিন মাস বয়সী শিশু মোহাম্মদ ইয়াছিন, ২৮ ফেব্রুয়ারি মহালছড়ি উপজেলার মো. রাজুর ২০ দিন বয়সী শিশু রুপা হাসপাতালে মারা যায়।

মহালছড়ি উপজেলার মো. রাজু জানান, তার ছেলের জ্বর হয়েছিল। ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা-জ্বর-সর্দি মনে করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। অবস্থা বেগতিক দেখে খাগড়াছড়ি হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি।

পানছড়ির উপেন চাকমা কান্নায় কথা বলতে পারছিলেন না। প্রথমে কবিরাজি চিকিৎসা করিয়ে পরে হাসপাতালে নিয়ে সন্তানকে বাঁচাতে পারেননি বলে হুহু করে কেঁদে ওঠেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স পারমি চাকমা বলেন, ‘ঋতু পরিবর্তনের কারণে রোগীর নিউমোনিয়া ও শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা দিতে কষ্ট হচ্ছে। প্রতিদিন গড়ে ১০-১৫ জন শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে। বেড খালি না থাকায় অনেকে বারান্দায় চিকিৎসা নিচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকদের গাফিলতির কারণে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।’

নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ রাজেন্দ্র ত্রিপুরা। তিনি বলেন, ‘অনেক সময় অভিভাবকরাও দেরিতে হাসপাতালে নিয়ে আসেন। এতে অনেক রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না।’

সিভিল সার্জন নূপুর কান্তি দাশ জানান, রাতে ঠান্ডা ও দিনে গরম, আবহাওয়ার এমন তারতম্যে নিউমোনিয়াসহ শিশু রোগ বাড়ছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগের বয়স একদিন থেকে ১৮ মাস। সময়মতো নিউমোনিয়া আক্রান্তদের হাসপাতালে আনা হলে এবং তিন-চার দিন রাখতে পারলে সুস্থ হয়ে যায়।’ তিনি অভিভাবকদের সতর্ক থাকার এবং সময়মতো শিশুদের হাসপাতালে নিয়ে আসার অনুরোধ জানান।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি