X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মহান মুক্তিযুদ্ধের ভিত্তি একদিনে গড়ে ওঠেনি’

গাজীপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ২১:৫৮আপডেট : ৩০ মার্চ ২০২১, ২১:৫৮

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। একে বিচ্ছিন্ন করার কোনও সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধের ভিত্তি একদিনে গড়ে ওঠেনি, জাতির পিতার দীর্ঘ ২৩ বছর আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি।’ মঙ্গলবার বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী ৫০ বছরের মধ্যে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার মাত্র ২০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায়। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া মিলে বাকি ৩০ বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারা দেশকে এগিয়ে নিতে পারেনি। দেশের যা কিছু উন্নয়ন ও অর্জন হয়েছে তা আওয়ামী লীগের ২০ বছরে হয়েছে। এদেশ স্বয়ংসম্পূর্ণ হোক তা তারা কোনও দিনই চায়নি। তারা দেশকে অন্যের উপর নির্ভরশীল রাখতে চেয়েছিল।’

তিনি আরও বলেন, ‘একমাত্র বঙ্গবন্ধুরই এখতিয়ার ছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার। কারণ, জনগণ তাকে এই অধিকার দিয়েছিল। এখন সময় এসেছে সব অপশক্তিকে রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার।’

বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. হাবিবুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন– গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। প্রভাষক খাজা ইমরান মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন– রেজিস্ট্রার অধ্যাপক ড. আনওয়ারুল আবেদীন, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের প্রভাষক আফরোজা হক, ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী বিনয় ব্যানার্জীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক