X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মসজিদ নির্মাণ নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি
২১ এপ্রিল ২০২১, ১৬:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:১৬

টাঙ্গাইলের কালিহাতীতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিবাদে আহত মিজানুর রহমান বাবুল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। অভিযোগ উঠেছে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় লাবু ও জাহিদ নামে আরও দুই জন আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা কালিহাতী থানার এসআই ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মিজানুর রহমান বাবুল উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামের আব্দুল রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান বাবুলের দাদি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। জমির পাশের বাড়ির মালিক কোরবান আলীদের সঙ্গে নিয়ে মাপ-জোক করে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদ নির্মাণ শেষ হলে কোরবান আলী মসজিদের ভেতর জায়গা পাবে বলে দাবি করে। বিষয়টি নিয়ে গত ১৬ এপ্রিল তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফালু শেখের ছেলে কোরবান, নুরু, মোংলা, আলম, কোরবান আলীর ছেলে ফজলু ইট-পাটকেল দিয়ে ঢিল ছুড়তে থাকে। এ সময় মিজানুর রহমান বাবুলের মাথায় শাবল দিয়ে আঘাত করে তারা। লাবু ও জাহিদ এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বাবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়।

এসআই ফজলুল হক বলেন, ‘এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জিয়া বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
ভোলায় স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল নেতা ও যুবদল কর্মী গ্রেফতার
ভোলায় স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল নেতা ও যুবদল কর্মী গ্রেফতার
জোতাকে হারিয়ে শোকাহত রোনালদো
জোতাকে হারিয়ে শোকাহত রোনালদো
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা: আসকের উদ্বেগ
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা: আসকের উদ্বেগ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’