X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ফেনসিডিল বিক্রি: ২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার, এএসপি’কে বদলি

বগুড়া প্রতিনিধি
২১ এপ্রিল ২০২১, ২১:০১আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:০১

বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট বসিয়ে উদ্ধার করা ফেনসিডিল বিক্রির সত্যতা মেলায় তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবং একজন উপপরিদর্শককে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলা করায় শিবগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকীকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ জানান, সার্কেল সিনিয়র এএসপিকে পুলিশ হেড কোয়ার্টার এবং দুই কর্মকর্তাকে পুলিশ সুপারের নির্দেশে বদলি ও প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ লাইন্সে সংযুক্ত করা কর্মকর্তারা হলেন– বগুড়ার শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শাহীনুজ্জামান এবং ফেনসিডিল উদ্ধার মামলার বাদী উপপরিদর্শক সুজাউদ্দৌলা।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, গত ৩ এপ্রিল রাতে বগুড়ার শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। তল্লাশির সময় ঢাকাগামী খালেক পরিবহন থেকে নাজিম নামে এক ব্যক্তিকে ৫০ বোতল এবং পিংকি পরিবহন থেকে সাইফুল ইসলাম নামে একজনকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজাউদ্দৌলা পরদিন শিবগঞ্জ থানায় দুটি মামলা করেন। তবে পিংকি পরিবহন থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হলেও ১১০ বোতল দেখিয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্যরা অভিযোগ করেন, অসাধু পুলিশ কর্মকর্তারা তাদের সোর্সের মাধ্যমে ৮৮ বোতল ফেনসিডিল বিক্রি করে দেন। খোদ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ব্যাপারে অভিযোগ উঠলে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা মঙ্গলবার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ফেনসিডিল উদ্ধারকারী কর্মকর্তা ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া এ সংক্রান্ত দুটি মামলা তদন্তের জন্য নথি ডিবি পুলিশকে দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ সুপার বুধবার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শাহীনুজ্জামানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসের ওয়্যার হেড কোয়ার্টার এবং ফেনসিডিল উদ্ধার মামলার বাদী উপপরিদর্শক সুজাউদ্দৌলাকে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। এছাড়া দায়িত্বে অবহেলায় পুলিশ সদর দফতর থেকে শিবগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকীকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তবে এর পেছনের কারণ সম্পর্কে তার কিছু জানা নেই।

এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, তার নেতৃত্বে ফেনসিডিল উদ্ধার হয়নি। ৮৮ বোতল ফেনসিডিল বিক্রির অভিযোগ উঠলেও এর সত্যতা পাওয়া যায়নি। সিজার লিস্টে ২৪৮ বোতল ফেনসিডিল উল্লেখ আছে। তিনি দাবি করেন, অভ্যন্তরীণ বিরোধে কোনও পুলিশ সদস্য এমন মিথ্যা অভিযোগ তুলেছেন।

/এমএএ/
সম্পর্কিত
ভুয়া পুলিশ সদস্য আটক
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট