X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চাপ কিছুটা কমেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০২১, ১৮:১২আপডেট : ১৩ মে ২০২১, ১৮:১২

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ কিছুটা কমেছে এসেছে। তবে মহাসড়কে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পরিবহন হিসেবে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্সসহ ট্রাকে করে যাত্রীরা নাড়ির টানে বাড়ি ফিরছেন। তবে স্বস্তির খবর, এই দুই মহাসড়কে কোনও যানজট নেই। যে কারণে বিকল্প পরিবহনে যানজটের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন ঈদে ঘরমুখো মানুষ। গত ২৪ ঘণ্টায় মেঘনা সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৬৫ হাজার, যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড শিমরাইল মোড়, কাঁচপুর, ভুলতা গাউসিয়া, মেঘনা টোল প্লাজা পয়েন্টে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন চলাচলের সংখ্যা অনেকটা কমেছে। যাত্রীদের অভিযোগ, করোনার কারণে সরকার আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ রাখায় ঈদের ঘরমুখো মানুষকে বেশি ভাড়া গুণে গ্রামে ঈদ করতে যেতে হচ্ছে।

নারায়ণগঞ্জ থেকে ফেনীগামী যাত্রী ইলিয়াছ হোসেন বলেন, ‘প্রতি বছর গ্রামে গিয়ে বাবা-মার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করি। স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে বাড়ি যেতে ভাড়া লাগতো এক হাজার টাকা, কিন্তু এবার সেই ভাড়া গুনতে হচ্ছে পাঁচ হাজার টাকা। বছরে ঈদের সময়ই লম্বা ছুটি পাই। বাকি সময় আর গ্রামে যেতে পারি না। তাই বাধ্য হয়ে গ্রামে যাচ্ছি।’

মহাসড়কে কোনও যানজট নেই ঢাকার যাত্রাবাড়ি থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে কুমিল্লা যাচ্ছেন আনোয়ার হোসেন প্রধান। তিনি জানান, সরকার যদি গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চালু করে দিতো  তাহলে মানুষের এতো ভোগান্তি হতো না।

এদিকে মেঘনা টোলপ্লাজায় খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এই সেতু পার হয়েছে ৬৫ হাজার যানবাহন। লকডাউনের এই সময় যা অস্বাভাবিক। এতে বোঝা যায়, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকার পর কী পরিমাণ মানুষ নাড়ির টানে বাড়ি ফিরেছেন।

নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে দুই মহাসড়কে যাত্রী ও পরিবহনের সংখ্যা অনেকটা কম। কোনও যানজট নেই। গত দুই দিনে বেশির ভাগ মানুষ গ্রামে ফিরেছেন। এজন্য মহাসড়কে চাপ ছিল বেশি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দায়িত্ব পালন করছে।’

এ  ব্যাপারে নারায়ণগঞ্জ  ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার সালেহ আহমেদ বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের ঢল থামতে মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। গত এক সপ্তাহে প্রায় শতাধিক বাস রাস্তায় আটক করা হয়েছে। আমার মানুষকে বোঝানোর চেষ্টা করছি,  করোনার মধ্যে যে যেখানে আছি সেইখানে ঈদ উদযাপন করি। কিন্তু অনেকেই তা মানছে না। তারা যেকোনও ভাবে গ্রামে যাওয়ার চেষ্টা করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বশেষ খবর
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ