X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুর সদরে করোনা শনাক্তের হার ৩৬.৯৮ শতাংশ

দিনাজপুর প্রতিনিধি
০৪ জুন ২০২১, ১৬:২৪আপডেট : ০৪ জুন ২০২১, ১৬:২৪

করোনা শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে দিনাজপুর সদর উপজেলায়। এই উপজেলায় সর্বশেষ শুক্রবার (৪ জুন) করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৯৮ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব বলছে, প্রতিদিন জেলার ১৩টি উপজেলাতে যে পরিমাণে মানুষ করোনায় আক্রান্ত হয় তার অর্ধেকেরও বেশি পরিমাণ সদর উপজেলায়। গত দশ দিনের হিসাবে দেখা গেছে, জেলার ১৩টি উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ২২৮ জন, যার মধ্যে সদর উপজেলাতে ১৬৮ জন। অর্থাৎ মোট আক্রান্তের ৭৩ দশমিক ৬৯ শতাংশ সদর উপজেলাতেই।

এখন পর্যন্ত দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন, যার মধ্যে শুধু সদর উপজেলাতে রয়েছেন ৬৩ জন। অর্থাৎ মোট মৃত্যুর ৪৮.০৯ শতাংশই সদর উপজেলায়। বাকি ১২টি উপজেলায় ৫১.৯১ শতাংশ। এখন পর্যন্ত এই জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯২৫ জনের। যার মধ্যে শুধু সদর উপজেলাতেই ৩ হাজার ৩৩৮ জন। শনাক্তের ৫৬.৩৪ শতাংশই সদরে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার এই জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪০টি আর শনাক্ত হয়েছে ৩২টি। করোনা শনাক্তের হার ২২.৮৫ শতাংশ। এর মধ্যে সদর উপজেলার নমুনা ছিল ৭৩টি আর শনাক্ত হয়েছে ২৭টি। অর্থাৎ এই উপজেলায় শনাক্তের হার ৩৬.৯৮ শতাংশ। এর আগে বৃহস্পতিবার এই উপজেলায় করোনা শনাক্তের হার ছিল ৪৮.৩৩ শতাংশ। ওইদিন সদর উপজেলায় করোনার নমুনা পরীক্ষা হয় ৬০টি। এর মধ্যে শনাক্ত হয় ২৯টি। ওইদিন পুরো জেলায় করোনার পরীক্ষা হয়েছিল ১৪০টি এবং শনাক্ত হয়েছিল ৩৫টি। শনাক্তের হার ছিল ২৫.০০ শতাংশ।

সদর উপজেলায় করোনার শনাক্তের হার বাড়ার বিষয়ে কথা হলে সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘এখনও সদর উপজেলা লকডাউনের সময় হয়নি, দেরি আছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস