X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

লকডাউনেও আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুলাই ২০২১, ১১:২৩আপডেট : ১১ জুলাই ২০২১, ১২:২৫

করোনা মহামারির মধ্যে সব ধরনের জমায়েত বন্ধ রাখার নির্দেশনা থাকলেও কোপা আমেরিকা কাপ জয়ে দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। রবিবার (১১ জুলাই) ভোরে শুরু হওয়া প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই বেশ হই-হট্টগোলের মধ্য দিয়েই উপভোগ করেন সমর্থকরা। 

খুলনা ও বাগেরহাটসহ এ অঞ্চলে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনা ও উচ্ছ্বাসের কমতি ছিল না। জয়ের পর খুলনার পাড়া ও মহল্লায় মিছিল নিয়ে নামেন আর্জেনটাইন সমর্থকরা। খালিশপুর পার্কের মোড়, বঙ্গবাসী স্কুল মোড়, মানষি বিল্ডিং মোড়, বিআইডিসি সড়কসহ বিভিন্ন স্থানে মিছিল করেছেন তারা। এসময় ঢোল ও বাঁশির শব্দে এলাকা প্রকম্পিত হয়।বাগেরহাটের বিভিন্ন স্থানেও আনন্দ মিছিল করেছের ভক্ত-সমর্থকরা। শহরে প্রশাসনের কড়াকড়ি আর করোনা সংক্রমণ বেশি হওয়ার পরও সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পরে।

এছাড়া মাগুরা, নড়াইলসহ খুলনা অঞ্চলের বিভিন্ন স্থানে শহর ও গ্রামের পাড়া মহল্লায় উল্লাস করছেন আর্জেন্টিনা সমর্থকরা।       

টাঙ্গাইলে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা শিরোপা জেতায় টাঙ্গাইলে আনন্দ মিছিল করেছেন সমর্থকরা। খেলা শেষ হওয়ার পরপরই আর্জেন্টিনার সমর্থকরা টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের গুপ্তের গাগরজান এলাকায় আনন্দ মিছিলের আয়োজন করেন। শতাধিক সমর্থকের আনন্দ মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়র প্রদক্ষিণ করে।

আর্জেন্টিনার সমর্থক শহিদুল ইসলাম আকাশ বলেন, ‘ছোট বেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্ট করি। আর লিওনেল মেসিকেও অনেক ভালো লাগে। আমার প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ায় অনেক খুশি হয়েছি। এজন্য আনন্দ মিছিলে অংশ নিয়েছি।’

বরিশালে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল বরিশালেও আনন্দ মিছিল ও বিজয় উল্লাস করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। সমর্থকরা জানান, কোপা-আমেরিকা ফাইনালের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের লড়াই। এ কারণে আজ অনুষ্ঠিত কোপার ফাইনালের ফলাফল নিয়ে দুই দলের সমর্থকরা ছিলেন দারুণ টেনশনে। তবে শেষ বাঁশিতে জয় নিশ্চিত হওয়ার পর নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল নিয়ে সড়কে নেমে আসেন আর্জেন্টিনা ও মেসির ভক্তরা।

/টিটি/
সম্পর্কিত
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলা: শেষ হলো সাক্ষ্যগ্রহণ 
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলাসাক্ষ্য দিতে না আসায় দুই চিকিৎসকের বিরুদ্ধে সমন জারি
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: সাক্ষ্য দিলেন বিচারক ও ৩ পুলিশ
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা