X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ২৩:০৯আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২৩:০৯

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এবং সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কামাক্ষা মোড় এলাকায় এবং রাজাবাড়িতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়।  

ট্রেনে কাটা পড়ে মৃত ব্যক্তিরা হলেন– টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সোলায়মানের স্ত্রী সুবর্ণা আক্তার (২২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উত্তর নন্দলালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহেল রানা (২৭)। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

জানা যায়, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কামাক্ষা মোড় এলাকায় সোমবার সকালে ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সোহেল রানার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে স্বামীর সঙ্গে ঝগড়া করে বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়িতে উত্তরবঙ্গমুখী একই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূ সুবর্ণা আক্তার আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া যায়।

সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বালা বলেন, ‘এলেঙ্গা পৌরসভার মুসিন্দা এলাকায় গৃহবধূ সুবর্ণা স্বামী সোলায়মানের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাবার বাড়ির এলাকায় একটি এনজিওর ঋণের টাকা নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে সুবর্ণা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা তার লাশ বাড়িতে নিয়ে যায়।’

অপরদিকে, দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় বুলডোজারের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দিলে একজন নিহত হন। নিহত  ব্যক্তি কাভার্ডভ্যানের চালক ছিলেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সৌরভ এ তথ্য নিশ্চিত করেছেন।

সার্জেন্ট সৌরভ বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বুলডোজারের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও নিহতের নাম-পরিচয় পাওয়া পাওয়া যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
সর্বশেষ খবর
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা