X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উখিয়া ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৭

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। তারা ইয়াবা কারবারি ছিল বলে জানিয়েছে বিজিবি। 

রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার নাফ নদ সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে। উখিয়ায় নিহত যুবকের নাম মো. শাহাজাহান (২৭)। তার বাড়ি রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায়। টেকনাফে নিহত যুবকের পরিচায় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৭ বছর।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও কক্সবাজার-৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

টেকনাফে ‘বন্দুকযুদ্ধের’ পর তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও একটি বন্দুক উদ্ধার করেছে বিজিবি

আলী হায়দার আজাদ জানান, রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা এলাকায় সেতুর পাশ দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে আসার খবর পেয়ে বিজিপির সদস্যরা অবস্থান নেন। এ সময় উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ইয়াবা কারবারিরা। তাদের ধাওয়া করেন বিজিবির সদস্যরা। এক পর্যায়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে।

পরিস্থিতি শান্ত হলে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও এক নলা একটি বন্দুক উদ্ধার করে। আর গুলিবিদ্ধ অবস্থায় শাহাজাহানকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির ১০টির বেশি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মোহাম্মদ ফয়সল হাসান জানান, আজ ভোরে মিয়ানমারের জলসীমানা থেকে নৌকাযোগে টেকনাফের নাফ নদ সীমান্ত দিয়ে প্রবেশেকালে কয়েকজন মাদক পাচারকারিকে দেখতে পায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি করতে থাকে পাচারকারিরা। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি করেন। এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও একটি বন্দুকসহ ধারালো কিরিচ ও লোহার রড উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক
বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য আহত
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!