X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১২

বেনাপোল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১৯:৫৪আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:৩২

পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই ইউপি সদস্য প্রার্থীসহ ১২ জন মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ টহল বাড়ানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, নৌকা সমর্থক বর্তমান সদস্য ও সদস্য প্রার্থী হবিবার রহমান (৫০), আক্কাস আলী (৩৫), আজগার আলী (৩৫), মাসুদ হোসেন (২৫), আইনাল হক (৪০) ও মন্টু মিয়া (৫০); স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সদস্য প্রার্থী ইকতিয়ার রহমান (২৫), আলাউদ্দিন (৫৫), আরশাদ আলী (৬০), কুতুব উদ্দিন (৩৫) ও সাহাবুদ্দিন (৪০)। তাদের মধ্যে মন্টু ও আরশাদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রুদ্রপুর বাজারে পোস্টার সাঁটানো নিয়ে বর্তমান সদস্য হবিবর রহমানের সঙ্গে চাচাতো ভাই সদস্য প্রার্থী ইকতিয়ারের বাগবিতণ্ডা হয়। এ সময় আরেক পক্ষ এসে এতে যোগ দিয়ে মারামারিতে লিপ্ত হয়। তারা রামদা, লাঠি লোহার রড নিয়ে একে অপরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হবিবর মেম্বার নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকুর সমর্থক এবং তার চাচাতো ভাই ইকতিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থক।

এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘ভোটাররা যাতে কেন্দ্রে না যেতে পারেন সেজন্য নির্বাচনের আগের দিন পরিকল্পিতভাবে এই মারামারি করা হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়