X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিজয়ী সদস্যের হামলায় পরাজিত প্রার্থী নিহতের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২১, ২১:০৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২১:০৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নে বিজয়ী সদস্য প্রার্থীর হামলায় পরাজিত প্রার্থী সাহারুল ইসলাম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ, বিজয়ী সদস্য ও যুবলীগ নেতা ফিরোজ কবীরসহ তার সমর্থকরা বিজয় মিছিল থেকে এই হামলা চালায়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাহারুল ইসলাম ওই ওয়ার্ডের সাবেক সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হরিরামপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

সাহারুল ইসলামের বড় ছেলে শিহাব মিয়ার দাবি, বিকালে তার বাবা দাওয়াত খেতে পার্শ্ববর্তী গ্রামে যাচ্ছিলেন। এ সময় নির্বাচিত সদস্য ফিরোজ কবীরের বিজয় মিছিলে এক কর্মীকে মারধরের খবর পেয়ে ছুটে আসেন তিনি। সেখানে পৌঁছালে বাবার ওপর হামলা চালায় তারা।

তার দাবি, ‘হামলায় বুক ও অণ্ডকোষে আঘাত পেয়ে বাবা মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে মারা যান। পরিকল্পিত হামলার ঘটনায় বাবার মৃত্যু হয়েছে।’

এদিকে, সাহারুল ইসলামের নিহতের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার স্বজনসহ কর্মী-সমর্থকরা। এ সময় তারা ফিরোজ কবীরসহ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অভ্যন্তরীণ আঘাত কিংবা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিদর্শনে আসা সদর থানার এসআই মো. জহুরুল ইসলাম।

চতুর্থ ধাপে রবিবার (২৬ ডিসেম্বর) হরিরামপুর ইউনিয়নে ভোটগ্রহণ হয়। ৭নং ওয়ার্ডে সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ৮৩৮ ভোট পেয়ে পরাজিত হন সাহারুল ইসলাম। ফুটবল প্রতীকে ৯৮৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী ফিরোজ কবীর। ফিরোজ কবীর হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তবে তার মোবাইল নম্বরে কয়েকবার করেও তাকে পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ