X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মে ২০২২, ১০:১৮আপডেট : ১৯ মে ২০২২, ১০:১৮

চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে জাহেদ হোসেন আওয়াল (১৭) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। বুধবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার জোয়ারা ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আওয়াল চন্দনাইশ পৌর এলাকার চৌধুরীপাড়ার জাহাঙ্গীর চৌধুরীর ছেলে। সে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। 

আহত দুজন হলো– রায়হান হোসেন তানেল (২২) এবং ইয়াসিন আরাফাত সাগর (১৬)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাতে আওয়াল নামে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

নিহতের প্রতিবেশী মো. হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে তিন জনকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে জাহেদ হোসেন আওয়াল নামে একজন মারা যান। বাকি দুই জন চিকিৎসাধীন আছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলতে পারছি না।’

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান চন্দনাইশ থানা পুলিশের এসআই  অজয় চক্রবর্তী। তিনি বলেন, ‘কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তে ঘটনাস্থলে যাই। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ জানার চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
বিয়ে না করানোয় মাকে হত্যা
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ভাড়াটিয়ার খাটের নিচ থেকে ইমামের স্ত্রীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী