X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাইকারিতে কমলেও খুচরা বাজারে আটা-ময়দার আগের দাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ মে ২০২২, ১৫:৪৫আপডেট : ২২ মে ২০২২, ১৫:৪৫

ভারত থেকে গম রফতানি বন্ধের ঘোষণায় গমের দাম হঠাৎ বাড়তে থাকে। এ জন্য আটা ও ময়দার দাম কেজিতে আট থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে যায়। অস্থিতিশীল পরিস্থিতিতে মিল মালিকরা গম কেনা কমিয়ে দেন, অনেকে কেনা বন্ধও রেখেছেন। এ কারণে গম ব্যবসায়ীরা দাম কমিয়ে বিক্রি শুরু করেছেন। ফলে পাইকারি বাজারে আটা-ময়দার দাম বস্তাপ্রতি ১৫০ থেকে ৫০ টাকা কমেছে। তবে খুচরা বাজারে এর কোনও প্রভাব পড়েনি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

নারায়ণগঞ্জের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গমের দাম মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমেছে। ফলে পাইকারি বাজারে আটা-ময়দার দামও কমেছে। বস্তাপ্রতি আটার দাম কমেছে ১০০ থেকে ১৫০ টাকা আর ময়দার ক্ষেত্রে কমেছে ৫০ টাকা। কিন্তু খুচরা বাজারে সেই আগের বাড়তি দামে আটা-ময়দা বিক্রি হচ্ছে। এতে দাম কমার সুবিধা পাচ্ছেন না ভোক্তারা।

নিতাইগঞ্জের মেসার্স নিউ শীতল ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী আমিনুর রহমান অপু বলেন, ‘বস্তাপ্রতি আটার দাম একশ’ থেকে দেড়শ’ টাকা কমেছে। মানভেদে আটার দাম কম-বেশি হয়। ভালো মানের আটা ২০০০ আর নিম্নমানের ১৮০০ থেকে ১৮২০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও ভালো মানের আটা ২২০০ এবং নিম্নমানের আটা ১৯০০ থেকে ১৯৫০ টাকায় বিক্রি হয়েছে।’

আটার দাম কমার বিষয়ে তিনি বলেন, ‘গমের দাম কমার ফলে আটার দাম কমেছে। গত তিন দিনের ব্যবধানে গমের দাম ১৬৫০ টাকা থেকে কমে ১৪৮০ টাকা মণ হয়েছে।’

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স দিবা ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, ‘ময়দার দাম আশানুরূপ কমেনি। কানাডার গমের দাম মণপ্রতি ৫০ টাকা কমেছে, এ কারণে কিনিনি। আগের গম দিয়ে মিলে ময়দা উৎপাদন করছি। ময়দা এখন ২৬০০ থেকে ২৬১০ টাকায় বিক্রি করছি। তবে আটা উৎপাদনের গমের দাম কমেছে।’

নিতাইগঞ্জে আটা-ময়দার পাইকারি দোকান মেসার্স মোস্তফা অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ফাহিম আহমেদ বলেন, ‘আটা-ময়দার দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। আটা বস্তাপ্রতি ১০০ টাকা কমে এখন ২১০০ টাকা হয়েছে। আর ময়দার দাম বস্তাপ্রতি ৫০ টাকা কমে এখন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে।’

‘মেসার্স নূরজাহান ট্রেডার্স’ দোকানের স্বত্বাধিকারী শাহ আলম হোসেন বলেন, ‘আটার দাম বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমেছে। ভালো মানের আটা ৫০ কেজির বস্তা ১০০ টাকা কমে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্নমানের আটা বস্তাপ্রতি ১৫০ টাকা কমে ১৯০০ টাকা হয়েছে।’

এদিকে, পাইকারি বাজারে আটা-ময়দার দাম কমলেও খুচরা বাজারে এর কোনও প্রভাব পড়েনি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। চাষাড়া প্রেসিডেন্ট রোডের দোকানি আল আমিন বলেন, ‘আটা-ময়দার দাম বেড়েছে। আটা ৫০ টাকা এবং ময়দা (প্যাকেট) ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’

বন্দর উপজেলার বাবুপাড়া এলাকার দোকানি রতন মিয়া বলেন, ‘আটা-ময়দার দাম বেড়েছে। আটা ৫০ টাকা আর ময়দা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খুচরা বাজারে কোনও পণ্যের দাম একবার বাড়লে তা সহজে কমে না।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
চালের বস্তা নিয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি
দিনাজপুরে সেমাই তৈরির কারখানায় জরিমানা
চাল আমদানির অনুমতি পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া