X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অবরোধে দুর্ভোগ খাগড়াছড়িতে আসা পর্যটকদের

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১২:৪০আপডেট : ০৭ জুন ২০২২, ১২:৪০

খাগড়াছড়িতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে। মঙ্গলবার (৭ জুন) ভোর ৬টা থেকে শুরু হয়েছে এই অবরোধ। এতে চরম দুর্ভোগে পড়েছেন খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসা পর্যটকরা। খাগড়াছড়ি জেলা সদরে আটকা পড়েছেন কয়েকশ’ পর্যটক।

সরেজমিন দেখা যায়, জেলা শহরে হালকা যান, ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করলেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনও পরিবহন। অবরোধের কারণে জেলার অভ্যন্তীরণ সড়কগুলোতেও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়ি অবরোধের আওতামুক্ত রয়েছে।

পর্যটকরা অভিযোগ করে জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা পাচ্ছেন না তারা।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলার প্রতিবাদে এই অবরোধের ডাক দেয় বিএনপি।

অবরোধের শুরুতে জেলা শহরের মহাজনপাড়া এলাকার প্রধান সড়কে টায়ারে আগুন দিয়েছেন পিকেটাররা। এ ছাড়া ভোরে মাটিরাঙা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন অবরোধকারীরা। এ ছাড়া জেলার ৯ উপজেলাতেই শান্তিপূর্ণভাবেই চলছে বিএনপির ডাকা এই সড়ক অবরোধ। অবরোধে এখন পর্যন্ত জেলার কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাসভবনের বাইরে থাকা দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাঙচুর এবং অপর একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে হামলাকারীরা। এ ছাড়া ভাঙচুর চালানো হয়েছে আশপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে।

এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। তবে বিএনপির অভিযোগ, প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করছে আওয়ামী লীগ।

 

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল