X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে সড়কে ঝরলো ৩ প্রাণ

নাটোর প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৪:১২আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৪:১২

নাটোরের সিংড়া ও লালপুর উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন– সিংড়া উপজেলার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে আব্দুল আজিজ এবং পাটুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস, লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের ফজলুর ছেলে আওলাদ (১৮)। 

আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন– লালপুর উপজেলার রামানন্দপুরের হাবিবুর রহমানের ছেলে হারুন (১৯) এবং বালিতিতা ইসলামপুরের রঞ্জিতের ছেলে রয়েল (৩৫)।

সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে সিংড়া থেকে বগুড়াগামী মালবোঝাই একটি মিনি ট্রাক উপজেলার চৌগ্রাম মুচিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আব্দুল আজিজ মারা যান। আহত হন চার জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধারের এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহতদের একজন আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই আব্দুল কুদ্দুস মারা যান।

অপরদিকে, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, রবিবার রাত ১১টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চাঁনপুর এলাকায় মাটিবোঝাই ট্রাক্টর রাস্তায় ওঠার সময় উল্টে তিন জন গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টরের হেলপার আওলাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ সময় ড্রাইভার হারুনকে সেখানেই ভর্তি রাখলেও রয়েল নামে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!