X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জমিতে পাট কাটার সময় কৃষককে হত্যা, ২ আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ জুলাই ২০২২, ২০:২১আপডেট : ৩০ জুলাই ২০২২, ২০:২১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আব্দুর রাজ্জাক বাচ্চু নামে এক যুবককে গলা কেটে হত্যা এবং পরে মরদেহ মাটিতে পুঁতে রাখার অভিযোগে মূল অভিযুক্তসহ দুই আসামিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার বিকালে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) নবীউল হাসান।

নিহত আবদুর রাজ্জাক বাচ্চু উপজেলার পৌর এলাকার বদিজমাপুর গ্রামের মৃত কয়সার আলীর ছেলে।

গ্রেফতার দুজন হলেন– উপজেলার বদিজমাপুর সাদারমোড় এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মূল অভিযুক্ত আবু মুসা (৪০) এবং একই এলাকার মৃত হাসেম আলীর ছেলে আল-আমিন (৩৫)। আল-আমিন আবু মুসার সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাচ্চুকে হত্যা ও মরদেহ মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (২৫ জুলাই) দুপুরে নিজ জমির পাট কাটতে গিয়ে নিখোঁজ হন বাচ্চু। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার রাতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার রাতে বাচ্চুর স্ত্রী লিলি খাতুন বাদী হয়ে আবু মুসাকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। এর দুই ঘণ্টার মধ্যে রাতেই আসামিদের গ্রেফতার করে পুলিশ।

এজাহার ও আসামিদের স্বীকারোক্তির বরাতে নাগেশ্বরী থানার ওসি জানান, মূলত বাচ্চু যে জমিতে পাট চাষ করেছিলেন সেটি তাদের পৈত্রিক জমি। এর আগে বাচ্চুর বড় ভাই শাহজাহান জমিটি আবু মুসার কাছে বন্ধক রেখেছিলেন। কিন্তু তিনি বন্ধকের টাকা পরিশোধ না করে জমিটি তার ছোট ভাই বাচ্চুকে ছেড়ে দিয়ে চাষাবাদ করতে বলেন। এ ঘটনায় আবু মুসা তার বন্ধকী টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন শাহজাহান। এ অবস্থায় ওই জমিতে বাচ্চু পাট চাষ করে তা কাটতে গেলে বাধা দেন আবু মুসা। সোমবার সকালে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একই দিন দুপুরে বাচ্চু জমিতে কেটে রাখা পাট আটি করে বাঁধতে যান। এ সময় মুসা পাশের জমিতে কাজ করছিলেন। বাচ্চুকে আবারও পাটক্ষেতে নামতে দেখে মুসা পেছন থেকে গিয়ে বাচ্চুর পাট কাটার হাসুয়া নিয়ে আকস্মিকভাবে গলায় ও ঘাড়ে কোপ দেন। সে সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান বাচ্চু। পরে মরদেহ পাটক্ষেতে আড়াল করে মোবাইল ফোনে কল করে আল-আমিনকে ডেকে আনেন মুসা। এরপর আল-আমিনসহ বাচ্চুর মরদেহ পাশের একটি জমিতে পুঁতে রাখে তারা।

শনিবার বিকালে ওসি জানান, গ্রেফতার আসামিদের শনিবার আদালতে পাঠানো হলে উভয় আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘শুক্রবার রাতে মামলা রেকর্ড হলে দুই ঘণ্টার মধ্যে আসামি আবু মুসাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার জবানবন্দির ওপর ভিত্তি করে অপর আসামি আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ।’ আসামিদের গ্রেফতারে তথ্য-প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা