X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে হঠাৎ এক পসলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি

তৈয়ব আলী সরকার, নীলফামারী
৩০ আগস্ট ২০২২, ০৯:৫৪আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৯:৫৪

নীলফামারী জেলাজুড়ে সোমবার (২৯ আগস্ট) ঝরেছে প্রতীক্ষিত বৃষ্টি। আমন আবাদে এই বৃষ্টি অনেকটাই সহায়ক হবে কৃষকের। সৈয়দপুর আবহাওয়া কার্যালয় জানায়, দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টিতে তাপমাত্রা কমায় স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।

এবার ভরা বর্ষায়ও বৃষ্টির দেখা নেই নীলফামারী জেলায়। প্রচণ্ড রোদের তাপে পুড়েছে আমনের ক্ষেত। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির দেখা নেই, তাই বাড়ছে কৃষিখাতে খরচ।

সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের কৃষক আইয়ুব আলী বলেন, ‘এবার আমন আবাদ করেছি ১০ বিঘা জমিতে। বৃষ্টির অভাবে চালাতে হয়েছে সেচযন্ত্র। এতে আবাদের খরচ বেড়েছে। এই বৃষ্টি সেই সংকট কিছুটা হালকা করে দিয়েছে। আজ বৃষ্টি হওয়ায় আমন আবাদের অনেকটা উপকার হবে।’

নীলফামারী পৌর শহরের কৃষক মহুবার রহমান (৫৭) বলেন, ‘এবারে বৃষ্টির অভাবে আমন নিয়ে হতাশায় ছিলাম। সেচ পাম্পের পানিতে বিদ্যুৎ বিল বেড়েছে। ছোট সংসারে পানির বিল, কৃষি শ্রমিকের মজুরি সব মিলিয়ে চোখে অন্ধকার দেখছিলাম। হঠাৎ বৃষ্টির ফলে সে হতাশা অনেকাংশে কেটে গেছে।’

শ্রাবণ, ভাদ্র মাসের অসময়ের খরা কাটিয়ে সোমবার দুপুরে এক পসলা বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষক সমাজে। আজ দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বৃষ্টি নামে। এরপর খানিকটা থেমে বিকাল ৪টা থেকে আবারও ঝির ঝির বৃষ্টি চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জেলা কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় এক লাখ ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃষ্টির পানি ও সম্পূরক সেচের মাধ্যমে ইতোমধ্যে ওই জমিতে আমন চারা রোপণ করেছেন কৃষক।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন,‘আমন ধান বৃষ্টিনির্ভর ফসল। বৃষ্টি হলে এই ধানের ফলন ভালো হয়। কৃত্রিম উপায়ে সেচ দিলে খরচ বাড়ে, ফলন কম হয়। আজ যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কৃষকের খরচ কমবে এবং উৎপাদন বাড়বে।’

জেলার সৈয়দপুর বিমান বন্দর আবহাওয়া কার্যালয়ের সহকারী কর্মকর্তা লোকমান হাকিম বলেন,‘সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তা পরিমাপযোগ্য নয়। আগামীকাল মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ সেলসিয়াস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমন ধান (চাষ) বর্ষানির্ভর ফসল। গত দুই মাসে বৃষ্টি সংকটের কারণে কৃষক হতাশ হয়েছিল। আজ  হঠাৎ দুপুরে বৃষ্টি নামায় কৃষক স্বস্তি ফিরে পেয়েছে। আশা করি, এভাবে বৃষ্টি হলেও শতভাগ ফলন হবে।’

উল্লেখ্য, জেলায় ১২৪টি গভীর নলকূপ, ৬ হাজার ১০৭টি অগভীর নলকূপ চালু আছে। অগভীর নলকূপের মধ্যে বিদ্যুৎচালিত ২ হাজার ৬০০ এবং ডিজেল চালিত ৩ হাজার ৫০৭টি। তিস্তা সেচ প্রকল্পের আওতায় ২৭২টি আউটলেটের মাধ্যমে ৫ হাজার ৩১০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া