X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গভীর রাতে দূর থেকেও শোনা যাচ্ছিল কান্নার আওয়াজ

মীরসরাই প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩২

ঘড়ির কাটায় রাত তখন ৩টা। এ সময়টাতে সবাই গভীর ঘুমের মধ্যে থাকে। তবে বুধবার দিবাগত রাতের এ সময়টাতে মিরসরাইয়ের উত্তর গড়িয়াইশ গ্রামের কারও চোখে ঘুম ছিল না। অনেক দূর থেকেও কানে ভেসে আসছিল কান্না আর আহাজারির আওয়াজ।

আরও খবর: মীরসরাইয়ে সিএনজি অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

ওই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের রায়পুর এলাকায় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় ওই গ্রামের শামসুদ্দিন ড্রাইভারের দুই ছেলে সিএনজি অটোরিকশা চালক শেখ ফরিদ (২৬) ও সুমন (২৬)  নিহত হন। তাদের দেখতে গ্রামবাসী, আত্মীয়-স্বজন এবং সিএনজি অটোরিকশা চালকরা সারারাত ওই বাড়িতে ভিড় করছেন। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আকাশ-বাতাস। ফরিদ ও সুমনের সন্তানদের বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছেন শামসুদ্দিন বুধবার রাত ৩টায় শেখ ফরিদ ও সুমনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের লাশ ঘিরে রেখেছেন পাড়াপ্রতিবেশীসহ বন্ধু-বান্ধব। সন্তানদের হারিয়ে পাগলপ্রায় তাদের বাবা, মা। ঘরের ভেতর থেকে স্ত্রীদের গুমরে কাঁদার আওয়াজ আসছে। ফরিদ ও সুমনের সন্তানদের বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছেন বাবা শামসুদ্দিন। তিন কক্ষ বিশিষ্ট টিনশেডের ঘরে স্ত্রী, তিন ছেলে ও তাদের স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন শামসুদ্দিন ড্রাইভার।

শেখ ফরিদের তাসফিয়া (৫) ও শেখ রাহিন (২) এবং সুমনের নিশাত (৭) ও মারিয়া (৪) নামে দুটি করে সন্তান রয়েছে।

সন্তানদের হারিয়ে নাতি-নাতনিদের কথা ভেবে দিশেহারা হয়ে পড়ছেন বাবা শামসুদ্দিন। তিনি বলেন, ‘আমি ও আমার দুই ছেলে ফরিদ এবং সুমনসহ সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালাই। প্রতিদিন রাত ১০টার মধ্যে ছেলেরা গাড়ি গ্যারেজে রেখে বাড়িতে চলে আসে। আজ ১১টার পরও তারা বাড়ি আসেনি। রাত সাড়ে ১১টার সময় খবর পাই কাভার্ডভ্যানের চাপায় আমার সোনামণিরা পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন তাদের পরিবার কে দেখবে? তাদের সন্তানদের কে দেখবে?’ এসব বলতে বলতে তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের চট্টগ্রামমুখী অংশের রায়পুর এলাকায় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় তিন সিএনজি অটোরিকশা চালক, একজন নাইটগার্ড ঘটনাস্থলে নিহত হন। সে সময় পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!