X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

নির্বাচন নিয়ে ডিসির বিতর্কিত মন্তব্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৫২

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ‘বিএনপি-জামায়াতেরও এখন দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে চট্টগ্রামজুড়ে চলছে নানা বিতর্ক।

এর আগে একই অনুষ্ঠানে আওয়ামী লীগের জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম যাতে জয় লাভ করেন সে জন্য দোয়া চেয়ে মোনাজাত করেন জেলা প্রশাসক। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সম্প্রীতি সভার আয়োজন করা হয়। ওই সভা চলাকালে সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম নেতাকর্মী নিয়ে ঢুকে পড়েন। তিনি নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী এটিএম পেয়ারুল ইসলামের বিজয় কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জেলা প্রশাসককেও হাত তুলে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।

এরপর জেলা প্রশাসক বলেন, ‘এখানে চট্টগ্রামের জেলা ও মহানগরের সব পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। কিছু কথা বলি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটা নস্যাৎ করতে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।’

তিনি এ সময় আরও বলেন, ‘আগামী বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। আমি মনে করি, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তির হাতে থাকবে, নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে যাবে।

‘আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতার পক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি থাকে তাহলে আমাদের দেশে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামায়াত বলি, হেফাজত বলি সবাই নিরাপদ থাকবে। আমি মনে করি, বিএনপি-জামায়াতেরও এখন দোয়া করা উচিত, শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।’

এ সময় জেলা পরিষদের বর্তমান প্রশাসক উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন এমপি ও সাধারণ সম্পাদক সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বক্তব্যের বিষয়ে জেলা প্রশাসক মমিনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে এটিএম পেয়ারুল ইসলাম সাহেব মনোনয়ন জমা দিয়ে আমার সামনে মোনাজাত করছিলেন। তখন একজন মুসলমান হিসেবে আমি হাত তুলে অংশ নিয়েছিলাম। সম্প্রতি সভায় বলেছি দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য জনপ্রতিনিধি ও নেতাদের দায়িত্ব নিতে বলেছি। জাতির জনককে নিয়ে কথা বলেছি। রাষ্ট্রের উন্নয়ন নিয়ে কথা বলেছি। এই বক্তব্য ভিন্নভাবে প্রচার করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সংসদীয় নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
নির্বাচনের কথা বলা অপরাধ হলে বিএনপি এই অপরাধ করবেই: গয়েশ্বর
যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে পুনর্নির্বাচিত অস্ট্রেলিয়া সরকার
সর্বশেষ খবর
নারীদের নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
নারীদের নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান
অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান
তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
তিন দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু
তিন দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?