X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩

বান্দরবানে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় শরিফুল ইসলাম (১৮) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার এক টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারিপাড়ার নুরুল ইসলাম ফকিরের ছেলে।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ আগস্ট মামলার আসামি শরিফুল ইসলাম শিশুটিকে বাদীর বাড়ির পেছনে খেলার সময় ফুসলে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে গলা চেপে ধরে ধর্ষণ করে। বাদীর স্ত্রী তার ছেলেকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। হঠাৎ ঘটনাস্থল থেকে তার শিশুপুত্রের কান্নার শব্দ পেয়ে সেখানে যান। সে সময় আসামি বাদীর ছেলেকে ছেড়ে দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে রাতে আসামি বাড়িতে আসলে এলাকাবাসীর সহায়তায় তাকে ধরে থানায় সোপর্দ করা হয়। পরে আলীকদম থানায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে শরিফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরে আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার এক টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণর সময় আসামি শরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিল।

/এমএএ/
সম্পর্কিত
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে