X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩

বান্দরবানে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় শরিফুল ইসলাম (১৮) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার এক টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারিপাড়ার নুরুল ইসলাম ফকিরের ছেলে।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ আগস্ট মামলার আসামি শরিফুল ইসলাম শিশুটিকে বাদীর বাড়ির পেছনে খেলার সময় ফুসলে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে গলা চেপে ধরে ধর্ষণ করে। বাদীর স্ত্রী তার ছেলেকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। হঠাৎ ঘটনাস্থল থেকে তার শিশুপুত্রের কান্নার শব্দ পেয়ে সেখানে যান। সে সময় আসামি বাদীর ছেলেকে ছেড়ে দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে রাতে আসামি বাড়িতে আসলে এলাকাবাসীর সহায়তায় তাকে ধরে থানায় সোপর্দ করা হয়। পরে আলীকদম থানায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে শরিফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরে আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার এক টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণর সময় আসামি শরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিল।

/এমএএ/
সম্পর্কিত
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন গ্রেফতার
চাঁদাবাজির মামলার আসামি বিএনপির বহিষ্কৃত নেতা লন্ডনে
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’