X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বাবাকে ছাড়িয়ে নেওয়া যুবক গ্রেফতার  

নাটোর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:১০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:১০

বাবা ধর্ষণচেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করেন এলাকাবাসী। সে সময় বাবাকে ছাড়িয়ে নিতে ধারালো অস্ত্র হাতে ছুটে আসে ছেলে। তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছাড়িয়ে নেয় বাবাকে। ওই ঘটনায় মামলা হলে আত্মগোপন করে উভয়েই। অবশেষে ঘটনার প্রায় দেড় মাস পর র‌্যাবের যৌথ টিমের অভিযানে গ্রেফতার করা হয় ওই যুবকসহ তার বাবাকে। সিপিসি-২ র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ওই অভিযানে সহায়তা করেন সিপিসি ১ ও র‌্যাব ১৩-এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো নাটোরের সিংড়া উপজেলার মির্জাপুর এলাকার আকবর আলীর ছেলে ফাতু (৫০) এবং তার ছেলে সজীব (২০)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত ১৫ আগস্ট সিংড়া উপজেলার মির্জাপুর এলাকার আবু বক্করের ছেলে শান্ত বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৪ আগস্ট সকালে তিনি মাছের পোনা কিনতে বাইরে গেলে আসামি ফাতু তার বাড়িতে আসে। এ সময় সে শান্তর স্ত্রীর কাছে জিজ্ঞেস করে জানতে পারে বাড়িতে তার অনুপস্থিতি। আসামি ফাতু পানি পান করতে চাইলে তার স্ত্রী পানি আনতে ঘরে যান। তখন তার স্ত্রীর অগোচরে পেছন পেছন ঘরে গিয়ে ফাতু ধর্ষণের চেষ্টা করে। তার স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে দেখে ফাতু দৌড়ে পালাতে উদ্যত হয়। উপস্থিত লোকজন তাকে ধাওয়া করে আটক করে। বিষয়টি জানতে পেরে ফাতুর ছেলে সজীব (২০) বাবাকে ছাড়িয়ে নেওয়ার জন্য চাকু হাতে দৌড়ে আসে। এ সময় চাকুর আঘাত বাবাকে আটক করা স্থানীয় ইয়ার আলীর ছেলে আইয়ুব আলী বাবু (২০), জান মামুদের ছেলে তয়েজ উদ্দিন (২৫) এবং আবুল হোসেনের ছেলে জাকারিয়াকে (২০) জখম করে বাবাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়।

তিনি অভিযান বিষয়ে জানান, মঙ্গলবার বিশেষ গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালি থানার কেল্লাবাড়ী এলাকায় সিপিসি-১ দিনাজপুর এবং র‌্যাব-১৩ রংপুরের সহায়তায় অভিযান পরিচালনা করে আসামি ফাতুকে গ্রেফতার করা হয়। এরপর নাটোর জেলার সিংড়া থানার দিয়ার কাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সজীবকে গ্রেফতার করা হয়।

আসামিদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, বুধবার সকালে আসামিদের কোর্টে চালান দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’