X
মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
১৬ মাঘ ১৪২৯

ক্রেনচাপায় শ্রমিকের মৃত্যুর পর মিলের গেটে স্বজনদের অবস্থান  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১৫:০১আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৫:০১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ম্যাগনাম স্টিল মিলে ক্রেনচাপায় কালাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মিলে কাজ করার সময় আকস্মিক ক্রেনটি ছিঁড়ে পড়ে। এ সময় আরও তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, কর্তৃপক্ষের অবহেলায় কালামের মৃত্যু হয়েছে এমন দাবি করে মিলের সামনে বুধবার সকাল থেকে অবস্থান নেন মৃতের স্বজনরা। এই ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বুধবার সকাল ১১টা পর্যন্ত মিলটির প্রধান ফটকে অবস্থান করেন তারা। পরে থানা কর্তৃপক্ষ বিচারের দায়িত্ব নিলে স্বজনরা শান্ত হন।

নিহত কামাল বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত কালাম তিন সন্তানের বাবা। ম্যাগনাম স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। মঙ্গলবার রাতের শিফটে ডিউটি করায় সময় ক্রেন চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসলেও মিল কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি। অভিযোগ ওঠে, আহতদের চিকিৎসায় আন্তরিকতা দেখায়নি মিল কর্তৃপক্ষ।

নিহত কালামের বড় বোন আসমা বেগম বলেন, ‘এর আগেও এই মিলে কর্তৃপক্ষের অবহেলার কারণে অনেক শ্রমিক মারা গেছেন। ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত না করে তারা শ্রমিকদের কাজে নিয়োগ করে। কালাম দরিদ্র মানুষ, তার তিন সন্তানের এখন কী হবে? উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিচারের দাবিতে মিলের প্রধান ফটকে অবস্থান নিলেও কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এমনকি ভেতরে প্রবেশ করতে অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি।’

কামালের ছেলে সিফাত হোসেন বলে, ‘বাবার মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিকে মিল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি। এক নিরাপত্তারকর্মীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় মিল কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন বলেন, ‘লাশ ময়নাতদন্তর জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের স্বজন ও কিছু স্থানীয় লোক মিলের সামনে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।’

/এমএএ/
সর্বশেষ খবর
সংবাদ প্রকাশের পর কুমিল্লার হাইওয়ে হোটেলে অভিযান
সংবাদ প্রকাশের পর কুমিল্লার হাইওয়ে হোটেলে অভিযান
ভাড়াটে খুনি দিয়ে ভাতিজাকে খুন করান সাইফুল
ভাড়াটে খুনি দিয়ে ভাতিজাকে খুন করান সাইফুল
অভিনেত্রী আঁখির অবস্থা এখনও আশঙ্কাজনক
অভিনেত্রী আঁখির অবস্থা এখনও আশঙ্কাজনক
শীতপ্রবণ তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে বদলে যাওয়া জীবনের গল্প
শীতপ্রবণ তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে বদলে যাওয়া জীবনের গল্প
সর্বাধিক পঠিত
মঞ্চে না দেখে আসাদকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী
মঞ্চে না দেখে আসাদকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী
এসআইবিএল থেকে মাহবুব-উল-আলমের পদত্যাগ
এসআইবিএল থেকে মাহবুব-উল-আলমের পদত্যাগ
এনআইডি’র সঙ্গে সমন্বয় করে পাসপোর্ট সমস্যা দ্রুত সমাধানের সুপারিশ
এনআইডি’র সঙ্গে সমন্বয় করে পাসপোর্ট সমস্যা দ্রুত সমাধানের সুপারিশ
রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে প্রস্তুত ন্যাটো?
রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে প্রস্তুত ন্যাটো?
অভিনেত্রী আঁখির অবস্থা এখনও আশঙ্কাজনক
অভিনেত্রী আঁখির অবস্থা এখনও আশঙ্কাজনক