X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৯:৪২আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৯:৫০

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মধ্যশিহিপাশা গ্রামের প্রবাসী মোখলেস সরদারের বাড়িতে প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে যায় বরিশাল লঞ্চ ঘাটের ওই তিন কিশোর। তারা বোতলের পাশাপাশি ওই প্রবাসীর বাড়ির নলকূপের হেড চুরি করে। প্রবাসীর স্ত্রী লাকী বেগম টিউওবয়েলে পানি আনতে গিয়ে দেখেন হেড নেই। সে সময় তিনি ওই কিশোরদের দেখে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয় নুর ইসলাম, সালাম সরদার, আসিফ সরদারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল কিশোরদের ধাওয়া করে আটক করে। এরপর সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির সামনে রাস্তার পাশে একটি গাছে বেঁধে নির্যাতন চালানো হয়।

কিশোররা জানায়, তাদের স্থানীয়রা গাছে বেঁধে নির্যাতন করেছে। অনেক অনুনয়-বিনয় করলেও নির্যাতনকারীরা শোনেনি। সে সময় স্থানীয়রা গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে এসআই রমজান হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে গৈলা ইউপি চেয়ারম্যান বলেন, ‘পথকিশোররা চুরি করলে তাদের পুলিশের কাছে দেওয়া যেতো। তাদের গাছে বেঁধে নির্যাতন করা অমানবিক।’

আগৈলঝাড়া থানার এসআই রমজান হোসেন জানান, গাছে বাঁধা অবস্থায় তিন জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রবাসীর পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটকদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
সর্বশেষ খবর
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে