X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএসএফের হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১৬:৫১আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৬:৫১

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে তাকে আটক করা হয়। জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার খালেকুর রহমান স্থানীয়দের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম রবিন সরকার (২৩)। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের আবদুল হাই মন্টুর ছেলে। রবিন ভারতীয় গরু চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে বিজিবির দাবি, রবিনের বিরুদ্ধে সীমান্তপথে মাদক চোরাচালানেরও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর উপজেলার ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানার মেইন পিলার ১০৫৮-এর কাছ দিয়ে রবিনসহ বাংলাদেশি কয়েক ব্যক্তি  গরু আনার জন্য ভারতে প্রবেশ করে।  শনিবার বাংলাদেশে ফেরার পথে ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৭ এসের কাছে ভারতের অভ্যন্তরে ভারতের কুকুরমারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা রবিনকে আটক করে। তবে তার সঙ্গীদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

খালেকুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বাংলাদেশি যুবক রবিনের আটকের খবর শুনেছি। তবে বিএসএফ এ বিষয়ে আমাদের কিছু জানায়নি।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তার পরিবারের লোকজনকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়দের মাঝে ওই যুবকের বিরুদ্ধে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

তবে রৌমারী থানায় রবিনের নামে কোনও মামলা নেই বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

/এমএএ/
সম্পর্কিত
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সর্বশেষ খবর
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা