X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সচিবের সঙ্গে দুর্ব্যবহার, মোংলা বন্দরের ২ কর্মচারী বরখাস্ত

মোংলা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১৭:১৮আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৭:১৮

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিবের সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহার করায় দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) তাদের সাময়িক বরখাস্ত করেন।

বরখাস্ত কর্মচারীরা হলেন– বন্দর কর্তৃপক্ষের পানির জাহাজ এমভি তৃষ্ণার চালক কামাল হোসেন এবং হারবার বিভাগের টোপাস (জাহাজ পরিছন্নতাকর্মী) মিখাইল মণ্ডল।

এর আগে গত ৯ নভেম্বর বরখাস্ত ওই দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা বরাবর সচিব লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৮ নভেম্বর বন্দরের গুরুত্বপূর্ণ কাজ শেষে হিরণ পয়েন্ট থেকে ফিরে আসার সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের পানির জেটিতে নোঙর করা এমভি তৃষ্ণা জাহাজে ওঠেন সচিব। এরপর জাহাজে থাকা টোপাস মিখাইল মণ্ডল চরম উত্তেজিত হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। নিজেকে বন্দর কর্তৃপক্ষের সচিব পরিচয় দেওয়ার পর মিখাইল আরও ক্ষিপ্ত হন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন তৃষ্ণা জাহাজের চালক কামাল হোসেন। তিনি এ ঘটনার প্রতিবাদ না করে টোপাসকে উসকে দেন। এই ঘটনার জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে অসদাচরণ ও অবহেলা এবং সম্মান ক্ষুণ্ন হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জন্য অভিযোগ দেন সচিব।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বরখাস্ত কর্মচারী কামাল এবং মিখাইলের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। এরপর তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সচিবের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমভি তৃষ্ণা জাহাজের মাস্টার, লস্কর ইনচার্জ, লস্কর এবং আনসারদের সঙ্গে কথা বলে এ ঘটনার সততা পান শাহীনুর আলম। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হয়েছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ঈদে গরিবদের জন্য আনা ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ডুবলো জাহাজ!
বড় জাহাজ ভেড়াতে মোংলা বন্দরে ১৫৫০ কোটি টাকার প্রকল্প
কয়লা নিয়ে পশুর নদে আবারও ডুবলো কার্গো জাহাজ
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া