বুকে সেঁটে রেখেছেন একটি বার্তা, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আগামী সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ’। ঘুরছেন যশোর শহরের বিভিন্ন রাস্তা। তার মাথায় রয়েছে ছোট্ট একটি নৌকা।
এই মানুষটির নাম মোহাম্মদ আলী। তিনি ঢাকা থেকে এসেছেন। বললেন, ‘যেখানেই আওয়ামী লীগের জনসভা বা সম্মেলন হয় সেখানেই আমি হাজির হই এই বার্তা নিয়ে। ১৬ কোটি মানুষের কাছে আমার একটিই চাওয়া, জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।’
<iframe width="800" height="450" src="https://www.youtube.com/embed/_rwIE2WJJKk" title="প্রধানমন্ত্রীর জনসভায় লাল সবুজ শাড়ি-টুপি পরা মানুষের ঢল" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামের ঐতিহাসিক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা লাল-সবুজরঙা শাড়ি, লাল-সবুজরঙা টুপি আর শেখ হাসিনার ছবি সংবলিত টি-শার্ট পরে মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করছেন। গোটা শহর এখন লোকে লোকারণ্য।