X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

গাইবান্ধার ৩ ইউপিতেই স্বতন্ত্র প্রার্থীর বিজয়

গাইবান্ধা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১০:১১আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১০:১১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  সোমবার রাতে সাদুল্লাপুর পরিষদ উপজেলা হলরুমে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর রহমান।

নির্বাচিত তিন জন হলেন– বনগ্রাম ইউনিয়নে ফজলুল কাইয়ুম হুদা, জামালপুর ইউনিয়নে জাহিদ হাসান শুভ ওরফে কাওসার মণ্ডল (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং কামারপাড়া ইউনিয়নে মাহফুজার রহমান রাশেদ।

প্রাপ্ত ফলে জানা গেছে, ৯নং বনগ্রাম ইউনিয়নে আনারস প্রতীকে চেয়ারম্যান পদে ৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফজলুল কাইয়ুম হুদা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মোখলেছুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮০২ ভোট।

৪নং জামালপুর ইউনিয়নে ৯ হাজার ২৯৮ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে জয়ী হয়েছেন জাহিদ হাসান শুভ ওরফে কাওসার মণ্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে রেজাউল করিম রেজা পেয়েছেন ৮ হাজার ৫০৫ ভোট। জাহিদ হাসান শুভ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি। এই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরুজ্জামাল মণ্ডলের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়।

অপরদিকে, কামারপাড়া ইউনিয়নে ৩ হাজার ৬০৫ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেবিল ফ্যান প্রতীকে মাহফুজার রহমান রাশেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে তাজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩৪০ ভোট। এ ছাড়া নৌকা প্রতীকে সুবল চন্দ্র সরকার পেয়েছেন ৬৭৭ ভোট।

এর আগে, তিন ইউপির ২৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন ইউনিয়নে মোট ৬৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, সাদুল্লাপুরে পৌরসভা গঠনের লক্ষ্যে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়নে গত ৩১ জানুয়ারি ভোটগ্রহণ স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে পুনরায় গত ২০ অক্টোবর তফসিল ঘোষণা করে ইসি।

/এমএএ/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
নির্বাচনের তিন বছর পর কেন্দ্রের পেছনে পাওয়া গেলো নৌকায় সিল মারা ২০০ ব্যালট
সর্বশেষ খবর
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সিন্ধু পানিচুক্তিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি বিশেষজ্ঞরা
সিন্ধু পানিচুক্তিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি বিশেষজ্ঞরা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ