X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

গাইবান্ধার ৩ ইউপিতেই স্বতন্ত্র প্রার্থীর বিজয়

গাইবান্ধা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১০:১১আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১০:১১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  সোমবার রাতে সাদুল্লাপুর পরিষদ উপজেলা হলরুমে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর রহমান।

নির্বাচিত তিন জন হলেন– বনগ্রাম ইউনিয়নে ফজলুল কাইয়ুম হুদা, জামালপুর ইউনিয়নে জাহিদ হাসান শুভ ওরফে কাওসার মণ্ডল (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং কামারপাড়া ইউনিয়নে মাহফুজার রহমান রাশেদ।

প্রাপ্ত ফলে জানা গেছে, ৯নং বনগ্রাম ইউনিয়নে আনারস প্রতীকে চেয়ারম্যান পদে ৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফজলুল কাইয়ুম হুদা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মোখলেছুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮০২ ভোট।

৪নং জামালপুর ইউনিয়নে ৯ হাজার ২৯৮ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে জয়ী হয়েছেন জাহিদ হাসান শুভ ওরফে কাওসার মণ্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে রেজাউল করিম রেজা পেয়েছেন ৮ হাজার ৫০৫ ভোট। জাহিদ হাসান শুভ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি। এই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরুজ্জামাল মণ্ডলের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়।

অপরদিকে, কামারপাড়া ইউনিয়নে ৩ হাজার ৬০৫ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেবিল ফ্যান প্রতীকে মাহফুজার রহমান রাশেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে তাজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩৪০ ভোট। এ ছাড়া নৌকা প্রতীকে সুবল চন্দ্র সরকার পেয়েছেন ৬৭৭ ভোট।

এর আগে, তিন ইউপির ২৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন ইউনিয়নে মোট ৬৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, সাদুল্লাপুরে পৌরসভা গঠনের লক্ষ্যে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়নে গত ৩১ জানুয়ারি ভোটগ্রহণ স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে পুনরায় গত ২০ অক্টোবর তফসিল ঘোষণা করে ইসি।

/এমএএ/
সম্পর্কিত
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
টাঙ্গাইলের ৬ ইউপিতে ভোট চলছে
সর্বশেষ খবর
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমাতে ভ্যাকসিনের গুরুত্ব নিয়ে কর্মশালা
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমাতে ভ্যাকসিনের গুরুত্ব নিয়ে কর্মশালা
মৃত ভোটারের স্বাক্ষর থাকায় কৃষক লীগ নেতার মনোনয়নপত্র বাতিল
মৃত ভোটারের স্বাক্ষর থাকায় কৃষক লীগ নেতার মনোনয়নপত্র বাতিল
লাইনচ্যুত ট্রেন ৬ ঘণ্টা পর উদ্ধার
লাইনচ্যুত ট্রেন ৬ ঘণ্টা পর উদ্ধার
ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ সামিটে পুরস্কার পেলো ৩টি দল
ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ সামিটে পুরস্কার পেলো ৩টি দল
সর্বাধিক পঠিত
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে