X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ছুরিকাঘাতে মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু: ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২২, ২০:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২০:০০

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিমেক) এমবিবিএস শেষ বর্ষের ছাত্র মেহেরাজ হোসেন ফাহিমের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ছয় দফা দাবিতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার বিকালে মেডিক্যাল কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা সড়ক অবরোধ করেন। পুলিশ প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা ক্যাম্পাসে ফিরে যান। অবরোধ চলাকালে মহাসড়কের উভয়পাশে বেশ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহনের শ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো: আগামী ২৪ ঘন্টার মধ্যে হাসপাতালের ২নং গেট সংলগ্ন সব অবৈধ দোকান উচ্ছেদ; দোকানিদের ট্রেড লাইসেন্স চেকসহ পুলিশের অনুমতি সাপেক্ষে ব্যবসার অনুমতি; ক্যাম্পাসের ২নং গেট সংলগ্ন নতুন রাস্তার মোড়, ছাত্রী হোস্টেলের সামনে, ফিরিঙ্গির মোড়, ভার্সেটাইল মোড়ে সিসি ক্যামেরা স্থাপন; ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা, প্রবেশমুখে ২৪ ঘণ্টা আনসার মোতায়েন; নতুন রাস্তার মোড়ে সার্বক্ষণিক পুলিশি টহল; অন্ধকার পয়েন্ট আলোকিত এবং ফাহিমের হত্যাকারীদের দ্রুত ও সর্বোচ্চ শান্তি নিশ্চিত করা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘দাবিগুলো অবিলম্বে পূরণ করা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে।’

খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী, ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার বিশ্বাস প্রমুখ কর্মকর্তা এবং শজিমেক হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েলসহ হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা সেখানে আসেন।

এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, ফাহিম হত্যা মামলায় গ্রেফতার আসামিরা জেলে আছেন। কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে। আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার বিশ্বাস জানান, শজিমেকের শেষ বর্ষের শিক্ষার্থী ফাহিম ভাজাপোড়া দোকানির ছুরিকাঘাতের ১১ দিন পর রবিবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, যাবেন হাসপাতালে
পেটে ঢুকে যাওয়া দুই ফুট এক ইঞ্চি লম্বা কুঁচিয়া বের করা হলো অস্ত্রোপচার করে
স্বাধীনতা দিবসে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
সর্বশেষ খবর
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে