X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আমদানিকারকের মামলায় বন্দর ছাড়তে পারছে না ২ বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩১

আমদানিকারকের দায়ের করা মামলায় পানামার পতাকাবাহী দুটি জাহাজ মোংলা বন্দর ত্যাগ করতে পারছে না। জাহাজ দুটিতে পঞ্চাশ হাজার মেট্রিক টনের বেশি কয়লা আমদানি করা হয়েছিল। এর মধ্যে গত ৭ জানুয়ারি বন্দরের হারবাড়িয়া-১২তে নোঙর করা ‘এমভি সানবাল্ক’ জাহাজে আসা ২৭ হাজার ২৪৩ মেট্রিক টন কয়লা পুরোপুরি খালাস করা হয়েছে। অন্য জাহাজ ‘এমভি ইউনিভার্সি প্রোসটার্টি’তে গত ২৫ জানুয়ারি বন্দরের সুন্দরি কোঠায় ২৪ হাজার মেট্রিক টন কয়লা আনা হলেও খালাস প্রক্রিয়াই শুরু হয়নি।

বাংলাদেশের কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিং করপোরেশন এবং তাহমিদ ট্রেডার্স ক্ষতিপূরণের মামলা করলে জাহাজ দুটি এই সমস্যায় পড়ে।

বিদেশি জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স কসমস শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ৪ ডিসেম্বর ইন্দোনেশিয়ার একটি বন্দর থেকে এই কয়লাবোঝাই করতে জাহাজ দুটি সেখানে যায়। কিন্তু এর মধ্যে জাহাজমালিক ও জাহাজ ভাড়া করা কোম্পানির (চার্টারার) মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নির্দিষ্ট সময়ের প্রায় দেড় মাস পরে ওই বন্দর থেকে কয়লাবোঝাই করে মোংলা বন্দরে আসে জাহাজ দুটি। এতে কয়লা আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েন।

জয়েন্ট ট্রেডিং করপোরেশনের মালিক আনিসুর রহমান বলেন, ‘জাহাজ মালিক এবং জাহাজ ভাড়া করা কোম্পানির দ্বন্দ্বের কারণে তার প্রতিষ্ঠানের আমদানি করা কয়লা নির্ধারিত সময়ে মোংলা বন্দরে পৌঁছাতে বিলম্ব হয়। এতে কয়লার গুণগত মান নষ্ট ও বাজার মূল্য হ্রাস পাওয়ায় তার প্রতিষ্ঠান আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তারা উচ্চ আদালতের আশ্রয় নিয়েছেন।’ 

এদিকে তাহমিদ ট্রেডার্সের মোংলার কয়লা খালাসকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ইকবাল হোসেন জানান, একই ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ায় তাদের প্রতিষ্ঠানও মামলা করে। এ সংক্রান্ত জটিলতায় ‘এমভি ইউনিভার্সি প্রোসটার্টি’ জাহাজে কয়লা খালাস বন্ধ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, ‘বিদেশি জাহাজ দুটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে সেজন্য গত ৬ ফেব্রুয়ারি আদালতের নির্দেশনা আসে। নির্দেশনায় নো অবজেকশন সার্টিফিকেটের (এনওসি) কথা উল্লেখ থাকায় আদালতের আদেশ পালন করতে হচ্ছে।’ এ কারণে বন্দরে অবস্থানরত কয়লা নিয়ে আসা বিদেশি জাহাজ দুটি বন্দর ত্যাগ করতে পারছে না বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
যুবদল নেতার নেতৃত্বে নাগরিক পার্টির শ্রমিক সমাবেশে হামলা, আহত ১০
মেরিটাইম ইন্ডাস্ট্রিকে নিরাপদ করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে সমঝোতা সই
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
সর্বশেষ খবর
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি