দেশের বাজারে ফের কমানো হলো স্বর্ণ ও রূপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৬৭ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে ) থেকে নতুন এই মূল্য সারাদেশে কার্যকর হবে।
সোমবার (১২ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক সভায় এই দাম নির্ধারণ করা হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দরপতনের কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি):
২২ ক্যারেট হলমার্ক: ১,৬৭,৬৮০ টাকা
২১ ক্যারেট হলমার্ক: ১,৬০,৮৬৫ টাকা
১৮ ক্যারেট হলমার্ক: ১,৩৮,৬০৬ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৪,৫৭৭ টাকা
রূপার নতুন দাম (প্রতি ভরি):
২২ ক্যারেট হলমার্ক: ২,৮১০ টাকা
২১ ক্যারেট হলমার্ক: ২,৬৮০ টাকা
১৮ ক্যারেট হলমার্ক: ২,২৯৭ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের চাহিদা-জোগান, আমদানি ব্যয় ও ডলারের বিনিময় হার বিবেচনায় এনে মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
এরআগে, ১০ মে স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেট ভরিপ্রতি ১ লাখ ৭০ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও মাত্র দুদিনের মাথায় আবার কমলো সোনার দাম— নতুন করে ভরিপ্রতি ৩,২০০ টাকা হ্রাস পেলো।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই বিক্রয় মূল্য দেশের সব জুয়েলারি দোকানে বাধ্যতামূলকভাবে কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।
প্রেস বিজ্ঞপ্তিতে সই করেন বাজুস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম মাসুদুর রহমান।