X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকের ৩২৫ কোটি টাকা আত্মসাৎ, রাইজিং স্টিলের পরিচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩০

দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপিদের মধ্যে অন্যতম রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর ছোট ভাই। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন চৌধুরী সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ভাটিয়ারি এলাকার মৃত গোলাম হোসেন চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং এবং রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মোট আটটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ জানুয়ারি গণমাধ্যমে শীর্ষ ২০ জন ঋণ খেলাপির নাম প্রকাশ করা হয়। যা নিয়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  প্রকাশিত তালিকায় চট্টগ্রামের আসলাম চৌধুরীর রাইজিং স্টিল লিমিটেডের ঋণ এক হাজার ১৪২ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। জাতীয় সংসদেও ঋণ খেলাপিদের তথ্য উপস্থাপিত হওয়ার পর র‌্যাব তাদের বিরুদ্ধে ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংকের কাছ থেকে ৩শ ২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা রয়েছে।

২০১৬ সালের ১৭ জুলাই দুদক বাদী হয়ে চট্টগ্রামের হালিশহর থানায় এ মামলা দায়ের করে। যা বর্তমানে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দীন চৌধুরীকে ৩নং আসামি করে ২০১৭ সালে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিট গঠনের পর থেকেই জসিম উদ্দিন চৌধুরী পলাতক ছিলেন।

উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা, দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে এবি ব্যাংকের এই টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলার বিচার কার্যক্রম শুরু হয় গত ৬ জানুয়ারি। আগামী ২ মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে।

মামলাটির এজাহারে বলা হয়েছে, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরনো জাহাজ কেনার জন্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেনি। ওই ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদী হয়ে আসলাম চৌধুরী, তার স্ত্রী নাজনীন মাওলা, দুই ভাই জসিম চৌধুরী ও আমজাদ চৌধুরীকে আসামি করে মামলা করে।

/এমএএ/
সম্পর্কিত
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
চাঁদপুর ও ময়মনসিংহে দুদকের অভিযান
তিন ডজন মামলাআইনি জটিলতায় ফেরত আনা যাচ্ছে না পিকে হালদারকে
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন