X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বিরোধের জেরে ফলবাগান কেটে ফেলার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪০

বিরোধের জের ধরে হানিফ মিয়া নামে এক ব্যক্তির ফলের বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা সাত্তার আলীর বিরুদ্ধে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউপির চংড়াছড়ি এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

সরেজমিন জানা যায়, হানিফ মিয়া নিজ নামে বন্দোবস্ত করা জমির মধ্যে প্রায় ৪০ শতাংশ জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে আম, লটকনসহ বিভিন্ন ফলের গাছ লাগান। পার্শ্ববর্তী জমির সাত্তার আলী দীর্ঘদিন ধরে হানিফের ওই জমির একাংশ নিজের বলে দাবি করেন। ফলবাগানের সীমানা নিয়েও দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছেন। তারই জের ধরে গত শুক্রবার রাতে হানিফের ৪০ শতাংশ জমিতে সৃজন করা প্রায় শতাধিক বিভিন্ন ধরনের ফল গাছ, কাঁটাতারের বেড়া ও বাগানের ঘরটি ভেঙেচুরে নিয়ে যায়। বাগান, তারকাঁটার বেড়া, বাগানের ঘর ভেঙে প্রায় এক লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

চংড়াছড়ি পুলিশিং কমিটির সভাপতি ইউসুফ তালুকদার বলেন, ‘হানিফ মিয়ার নামে বন্দোবস্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছেন সাত্তার আলী। বিষয়টি নিয়ে সামাজিকভাবে একাধিকবার বসতে চেয়ে সাত্তারকে ডেকে পাঠালে তিনি আসতে চাননি। তিনি অসৌজন্যমূলক আচরণ করেন ও উল্টো বিভিন্ন হুমকি দেন।’

পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও সামাজিক বিচারক বাহাদুর ফরাজি বলেন, ‘সাত্তার আলীর বিরুদ্ধে মানুষের জায়গাজমি, সীমানা নিয়ে অহেতুক বিরোধসহ একাধিক অভিযোগ রয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত সাত্তার আলীর সঙ্গে সরাসরি এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়