X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মামলা করায় বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৩, ১৬:২২আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৬:২২

মারধরের শিকার হয়ে মামলা করায় বাদীকে দড়ি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রবিবার (২ এপ্রিল) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের খালপাড় এলাকার মহিলা বাজার সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম কালাম মিয়া (৩৮)। তিনি ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলো– খালপাড় এলাকার শহীদ মিয়ার ছেলে ইয়াসিন (২৫) এবং হবি মিয়ার ছেলে মুবিন (২৩)।

ভুক্তভোগীর ভাই হারুন মিয়া বলেন, ‘গত ৭ মার্চ সন্ধ্যায় স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে ওরা আমার ভাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে কয়েকদিন আগে ভাই বাড়ি আসে। ওই ঘটনায় আমার ভাই আবুল কালাম বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।’

তিনি আরও বলেন, ‘মামলা করায় রবিবার রাত ৯টার দিকে আমার ভাই ফেরার পথে তারা পেছন থেকে হাত-পা বেঁধে ও মুখে টেপ পেঁচিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে দুর্বৃত্তরা আমার ভাইকে ফেলে পালিয়ে যায়। তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। আমরা এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি চাই।’

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। আমরা প্রাথমিকভাবে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছি। বাকিদের আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে। এ বিষয়ে হালুয়াঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
সর্বশেষ খবর
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?