X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

মামলা করায় বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৩, ১৬:২২আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৬:২২

মারধরের শিকার হয়ে মামলা করায় বাদীকে দড়ি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রবিবার (২ এপ্রিল) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের খালপাড় এলাকার মহিলা বাজার সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম কালাম মিয়া (৩৮)। তিনি ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলো– খালপাড় এলাকার শহীদ মিয়ার ছেলে ইয়াসিন (২৫) এবং হবি মিয়ার ছেলে মুবিন (২৩)।

ভুক্তভোগীর ভাই হারুন মিয়া বলেন, ‘গত ৭ মার্চ সন্ধ্যায় স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে ওরা আমার ভাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে কয়েকদিন আগে ভাই বাড়ি আসে। ওই ঘটনায় আমার ভাই আবুল কালাম বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।’

তিনি আরও বলেন, ‘মামলা করায় রবিবার রাত ৯টার দিকে আমার ভাই ফেরার পথে তারা পেছন থেকে হাত-পা বেঁধে ও মুখে টেপ পেঁচিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে দুর্বৃত্তরা আমার ভাইকে ফেলে পালিয়ে যায়। তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। আমরা এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি চাই।’

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। আমরা প্রাথমিকভাবে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছি। বাকিদের আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে। এ বিষয়ে হালুয়াঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
অটোরিকশায় করে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তারা
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
সর্বশেষ খবর
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে