X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রংপুরে ‘মা ও শিশুস্বাস্থ্য তথ্য’ বইয়ের পাইলট প্রকল্প উদ্বোধন

রংপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ২০:৫০আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২০:৫১

নিরাপদ সন্তান প্রসব এবং প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর সঠিক যত্ন নিশ্চিত করতে রংপুরে ‘মা ও শিশুস্বাস্থ্য তথ্য’ বইয়ের পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বিকালে এ উপলক্ষে রংপুর নগরীর ধাপ এলাকায় গুড হেলথ হসপিটালের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব টরেন্টোর অধ্যাপক এবং আন্তর্জাতিক মা ও শিশুস্বাস্থ্য তথ্য বই কমিটির সভাপতি ড. সাফি ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন– রংপুরের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সভায় ড. সাফি ভূঁইয়া বলেন, ‘মা ও শিশুস্বাস্থ্য তথ্য বইয়ের প্রথম যাত্রা শুরু হয় জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। জাপান এই বইটি ব্যবহার করে তারা মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৫৫টি দেশ তাদের নিজের ভাষায় এবং সংস্কৃতি অনুযায়ী বইটি তৈরি করে সাফল্যের সঙ্গে ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘মা ও শিশুস্বাস্থ্য তথ্য বইটিতে মায়েদের গর্ভকালীন ও প্রসবপরবর্তী পরিচর্যা, পুষ্টি, টিকা প্রসবপরিকল্পনা, বিপদ চিহ্নিত করা, শিশুর যত্ন, পুষ্টি, টিকা এবং সমসাময়িক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বিস্তারিত চিত্র সম্বলিত তথ্য দেওয়া আছে। যা গর্ভবতী মা ও তার পরিবারকে একটি সফল গর্ভকালীন সময় অতিবাহিত করতে, সুস্থ সন্তান জন্মদানে ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে একটি কার্যকর নির্দেশিকা হিসেবে সাহায্য করবে।’

ড. সাফি ভূঁইয়া আরও বলেন, ‘২০০২ সালে বাংলাদেশের জন্য সর্বপ্রথম “মা ও শিশুস্বাস্থ্য তথ্য” বই তৈরি করা হয়। ২০০৭ সালে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বইটির তৃতীয় সংস্করণ করা হয় চলতি এপ্রিল ২০২৩-এ। যা রংপুর ও বান্দরবন জেলায় মা ও শিশু স্বাস্থ্য তথ্য বই পাইলট প্রজেক্টে ব্যবহৃত হবে।’

তিনি জানান, কারিগরি নির্দেশনায় বইটির তৃতীয় সংস্করণ সম্পাদনা করেন ডা. মুশতারী মিমি। ডা. মিমি আন্তর্জাতিক হ্যান্ডবুক কনফারেন্স কমিটির বাংলাদেশ প্রতিনিধি এবং বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল টিউবারকিউলোসিস কনট্রোল প্রোগ্রামে কর্মরত আছেন।

সভায় রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ এবং প্রাইম মেডিক্যাল কলেজের গাইনি অ্যান্ড অবস, শিশু ও কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক-বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, বিভিন্ন এনজিও  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকরা মা ও শিশু স্বাস্থ্য বইয়ের উপযোগিতা, প্রয়োজনীয়তা ও বইটির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
‘দেশে নবজাতকের মৃত্যুহার কমলেও লক্ষ্যমাত্রা পূরণ কঠিন’
অন্যের বাজেটে নয়, শিশুর জন্য দরকার পৃথক বাজেট
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!