X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ঈদ বাজারে কমেছে বেচাকেনা, ক্রেতারা বলেছেন দাম বেশি

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
১৯ এপ্রিল ২০২৩, ১৮:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৮:৫১

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের মার্কেট ও বিপণিবিতানগুলো জমকালোভাবে সাজানো হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল, বিগত বছরের মতো এবারো জমজমাট ব্যবসা করবে। তবে এবার ১৫-২০ রমজানের পর থেকে ক্রেতা সমাগমের পরিমাণ কমতে শুরু করেছে। সেই সঙ্গে কমেছে বিক্রি। ব্যবসায়ীদের দাবি, বিগত ঈদ বাজারের তুলনায় এবার বিক্রি অর্ধেকে নেমেছে। ক্রেতাদের অভিযোগ, এবার পোশাকের দাম বেশি রাখা হচ্ছে। 

ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা কারণে ক্রেতা সমাগম কম হয়েছে। নিম্ন আয়ের ও নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন আগের তুলনায় অনেক মিতব্যয়ী হয়ে উঠেছে। ফলে ক্রেতাদের বাড়তি কেনাকাটা করার প্রবণতা অনেকাংশে কমে এসেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের ফ্রেন্স মার্কেট, সমবায় মার্কেট, আলমাছ পয়েন্ট, মার্ক টাওয়ার, হক প্লাজা, সায়াম প্লাজা, সান্ত্বনা মার্কেট, বেলি টাওয়ার, বর্ষণ সুপার মার্কেট, এফ রহমান সুপার মার্কেট, প্যানোরমা প্লাজা এবং লুৎফা টাওয়ারসহ বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে নানা ধরনের দেশি-বিদেশি পোশাক পাওয়া যাচ্ছে। তবে ক্রেতা সমাগম কম হওয়ায় অনেক দোকানিদের অলস সময় পার করতে দেখা গেছে। 

ঈদে কমেছে বেচাকেনা। শহরের কালীর বাজার এলাকার ফ্রেন্স মার্কেটের আমানুল্লাহ ট্রেডার্সের দোকানি জনি বলেন, ‘আমার দোকানে দেশি ও বিদেশি নানা রকমের থ্রি-পিস বিক্রি হয়। ১৫০০ টাকা থেকে শুরু করে সাড়ে ১৩ হাজার টাকা দামের পণ্য রয়েছে। তবে এবার ক্রেতা নেই বললেই চলে। আগের তুলনায় বিক্রি অর্ধেকে নেমে গেছে।’

দোকানে ক্রেতা না থাকায় কটন প্লাস ফেব্রিক্স স্টোরের মালিক রফিকুল ইসলাম কর্মচারীদের সঙ্গে কথা বলছেন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘বিগত বছরের ঈদের আগে দৈনিক ২ থেকে আড়াই লাখ টাকার বিক্রি হতো। আর এবার দিন দিন বিক্রি কমে যাচ্ছে। গত পরশুদিন ৯২ হাজার টাকা বিক্রি করেছি। গতকাল তা কমে গিয়ে ৬৮ হাজার টাকা হয়েছে। এবার আর লাভের মুখ দেখতে হবে না।’ 

ললনা ফেব্রিক্স হাউজের দোকানি আফজাল মিয়া বলেন, ‘প্রত্যেক বছর এই সময় ক্রেতাদের ভিড়ের কারণে দম ফেলার সময় পাই না। আর এখন দুই-একজন ক্রেতা আসছে। তার মধ্যে অনেকে দামাদামি করে চলে যাচ্ছে।’ 

সম্প্রতি শহরের দুই নম্বর রেলগেইট সংলগ্ন আলমাস পয়েন্টে বেশ কয়েকটি ব্র্যান্ডের শোরুম চালু হয়েছে। ফলে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা এখানে আসছেন। তবে ক্রেতা সমাগম একেবারে কম।

মার্কেটের বেনারসি শাড়ি হাউসের কর্মচারী আবুল হোসেন বলেন, ‘তিন হাজার টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা দামের বেনারসি শাড়ি রয়েছে। তবে মার্কেটে ক্রেতা নেই।’

ঈদে কমেছে বেচাকেনা। এ বিষয়ে জানতে চাইলে সমবায় মার্কেটের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের ঈদে বিক্রি অনেক কম। মার্কেটের নিচ তলায় কিছু ক্রেতা দেখা গেলেও দ্বিতীয় ও ওপরের তলায় ক্রেতা নেই বললেই চলে। একেবারে ফাঁকা।’ 

এদিকে শিশুদের পোশাক ও নারীদের শাড়ির দাম বেশি রাখার অভিযোগ তুলেছেন ক্রেতা আকরাম আলী। তিনি বলেন, ‘শিশুদের যেই পোশাক গত বছর ১২০০-১৫০০ টাকায় কিনেছি, তা এবার ২ হাজার টাকায় কিনতে হয়েছে। একইভাবে শাড়ির দামও বেশি রাখা হচ্ছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন বিপণিবিতানে পোশাকের দাম বেশি রাখার বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?