X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

স্বস্তি নেই সবজিতে, মাছ-মাংসের উচ্চ দর

আসাদ আবেদীন জয়
০৯ মে ২০২৫, ১৯:০৮আপডেট : ০৯ মে ২০২৫, ১৯:৩৯

গত দুই সপ্তাহের তুলনায় আজ বাজারে বেশ কিছু সবজির দাম কমেছে। তবে এই পরিবর্তন পুরোপুরি স্বস্তি ফেরাতে পারেনি সাধারণ মানুষের মধ্যে। অপরদিকে এখনও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে মাছ-মাংস-ডিমসহ মুদি দোকানের পণ্য।

শুক্রবার (৯ মে) রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

কিছু সবজির দাম কমেছে  

রোজার ঈদের পর থেকেই সবজির বাজার চড়া হতে শুরু করে। সেই পরিস্থিতি থেকে আজ বেশ কিছু সবজির দাম কমেছে।

আজ বাজারে প্রতি কেজি টক টমেটো ৫০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, শিম ১০০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, শসা হাইব্রিড ৫০, দেশি ১০০ টাকা, করলা ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৮০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, শজনে ১২০-১৪০ টাকা, পটোল  হাইব্রিড ৬০, দেশি ১২০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, ঝিঙা ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৭০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, লেবু বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।

কিছু সবজির দাম কমেছে

এ ক্ষেত্রে আজ বাজারে প্রতি কেজি টক টমেটোর দাম ১০ টাকা, লম্বা বেগুনের দাম ১০ টাকা, সাদা গোল বেগুনের দাম ১০ টাকা, কালো গোল বেগুনের দাম ২০ টাকা, শসার দাম ১০-২০ টাকা, করলার দাম ১০ টাকা, কাঁকরোলের দাম ৪০ টাকা, ঢেঁড়সের দাম ১০ টাকা, শজনের দাম ২০-৪০ টাকা, পটোলের দাম ১০-৩০ টাকা, চিচিঙ্গার দাম ১০ টাকা, ধুন্দলের দাম ১০ টাকা, ঝিঙার দাম ৩০ টাকা, বরবটির দাম ১০ টাকা, কচুরমুখীর দাম ২০ টাকা কমেছে। আর প্রতি পিসে লাউ ও ফুলকপির দাম কমেছে ১০ টাকা করে। প্রতি হালিতে লেবুর দামও কমেছে ১০ টাকা। এছাড়া প্রতি কেজিতে দেশি গাজরের দাম ১০ টাকা বেড়েছে। ধনেপাতার দাম বেড়েছে ৪০ টাকা। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে। 

দাম কমে যাওয়ার বিষয়ে সবজি বিক্রেতা মো. শাহ আলম বলেন, ‘যেসব সবজির দাম কমেছে সেগুলো এই সিজনেরই। গরমকালের সবজি আসতে শুরু করেছে, তাই দাম কমে গেছে। সামনে হয়তো আরও কমবে, যদি কোনও ঝামেলা না হয়।’

বাজার করতে আসা ইব্রাহীম খলীল বলেন, ‘সবজির দাম কমেছে এটা সত্যি। কিন্তু দাম কম এটা বলা যাবে না। কমলেও সবজির দাম এখনও অনেক বেশি।’

আরেক ক্রেতা মাইনুদ্দিন বলেন, ‘সব সবজির দাম ৫০ টাকার নিচে হওয়া উচিত। দাম কমলে ভালো করে কমতে হবে। শুধু নামেই দাম কমলে চলবে না।’

দাম কমেছে আদা-রসুনের

আলু-পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে আদা-রসুনের দাম। আজ বাজারে মান ও আকারভেদে প্রতি কেজি নতুন ক্রস পেঁয়াজ ৫৫-৬০ টাকা। এর মধ্যে ছোট আকারের পেঁয়াজ ৫৫ টাকা এবং বড় আকারের পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এছাড়া আজ সাদা ও লাল আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। বগুড়ার আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি রসুন ১২০-১৩০ টাকা, চায়না রসুন ২০০ টাকা, চায়না আদা ১৮০-২০০ টাকা, ভারতীয় আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ক্ষেত্রে প্রতি কেজিতে দেশি রসুনের দাম ১০ টাকা, চায়না রসুনের দাম ২০ টাকা, চায়না আদার দাম ২০ টাকা কমেছে। এছাড়া অন্যান্য পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। 

আদা-রসুনের দাম কমেছে

মাংসের বাজারে সামান্য পরিবর্তন, বেড়েছে ডিমের দাম

আজ বাজারে সব ধরনের মুরগির মাংসের দামে পরিবর্তন এসেছে সামান্য। ব্রয়লার ও দেশি মুরগির দাম বেড়েছে। কমেছে কক ও লেয়ার মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে হুট করেই বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম।’

আজ বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা। এছাড়া ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৬৫-১৭৫ টাকা, কক মুরগি ২৩৫-২৫০ টাকা, লেয়ার মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬৩০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।

এ ক্ষেত্রে দেখা গেছে প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১০-১২ টাকা এবং দেশি মুরগির দাম বেড়েছে ১০ টাকা। কক মুরগির দাম কমেছে ৩-১০ টাকা এবং লেয়ার মুরগির দাম পাঁচ টাকা কমেছে। এছাড়া প্রতি ডজনে ফার্মের মুরগির লাল ও সাদা ডিমের দাম বেড়েছে ১০ টাকা করে।

বেড়েছে ডিমের দাম

এদিকে আজকের বাজারে আকার, ওজন ও মান অনুযায়ী ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০-২৬০০ টাকা কেজি। এছাড়া রুই ৩৫০-৬০০ টাকা, কাতল ৪০০-৮০০ টাকা, বেলে ৮০০-১২০০ টাকা, কালিবাউশ ৫০০-৭০০ টাকা, চিংড়ি ৯০০-১৬০০ টাকা, কাঁচকি ৪৬০ টাকা, কৈ মাছ (চাষের) ২৫০-৩০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, শিং ৪০০-১২০০ টাকা, টেংরা ৮০০-১০০০ টাকা, বোয়াল ৮০০-১০০০ টাকা, শোল ৭০০-১০০০ টাকা, চিতল ৭০০-১০০০ টাকা, সরপুঁটি (চাষের) ২৬০-৫০০ টাকা, কাজলী ১৩০০-১৬০০ টাকা, বাতাসী ১ হাজার ২০০-১৬০০ টাকা, রূপচাঁদা ১০০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পরিবর্তন আসেনি মুদি পণ্যের দামে

অন্য সময়ের মতো আজও অপরিবর্তিত রয়েছে মুদি পণ্যের দাম। আজ বাজারে প্রতি কেজি ছোট মসুর ডাল ১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারি ডাল ১০০ টাকা, বুটের ডাল ১১০ টাকা, মাষকলাই ডাল ১৯০ টাকা, ডাবলি ৬০ টাকা, ছোলা ১০০ টাকা, কাজু বাদাম ১ হাজার ৭০০ টাকা, পেস্তা বাদাম ২ হাজার ৭০০ টাকা, কাঠ বাদাম ১ হাজার ২২০ টাকা, কিশমিশ ৬০০-৭০০ টাকা, দারুচিনি ৫২০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪০০ টাকা, কালো গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ৬০০ টাকা, জিরা ৬০০ টাকা, প্যাকেট পোলাও চাল ১৫০ টাকা, খোলা পোলাও চাল মানভেদে ১১০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতিকেজি প্যাকেটজাত চিনি ১২০ টাকা, খোলা চিনি ১১৫ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১১৫ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ছবি: প্রতিবেদক

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
নিষেধাজ্ঞা শেষ, এখনও চাল পাননি লক্ষ্মীপুর জেলার ২৮ হাজার জেলে
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
সর্বশেষ খবর
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের