দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই-খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। মঙ্গলবার (৬ জুন) রাত থেকে বুধবার (৭ জুন) সকাল ১০টা পর্যন্ত ভারত থেকে আমদানি করা ২০ ট্রাক পেঁয়াজ এখানে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পেঁয়াজের দাম অনেক কমে গেছে। মঙ্গলবার রাত থেকে খাতুনগঞ্জে ট্রাকে ট্রাকে আনা হচ্ছে ভারতীয় পেঁয়াজ। সকাল ১০টা পর্যন্ত ২০ ট্রাক পেঁয়াজ আনা হয়েছে। আরও পেঁয়াজের ট্রাক আসার পথে রয়েছে। প্রতিটি ট্রাকে ১৪ টন করে পেঁয়াজ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বুধবার সকাল থেকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫৫ টাকায়। তবে ভারতীয় পেঁয়াজের দাম দুই-একদিনের মধ্যে আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।’
খাতুনগঞ্জের এইচএ ট্রেডার্সের মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘ট্রাকে ট্রাকে ভারতীয় পেঁয়াজ ঢুকছে খাতুনগঞ্জে। দামও নিম্নমুখী। তবে ক্রেতা কম। দাম ৫০ টাকার ভেতর রয়েছে। তবে দু-একদিনের মধ্যে আরও কমে আসবে বলে আশা করছি।’