X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

৪০ টাকায় আটকে গেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২৩, ১৩:০০আপডেট : ১১ জুন ২০২৩, ১৩:০২

দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাকতাই-খাতুনগঞ্জে কমেছে পেঁয়াজের দাম। শনিবার (১০ জুন) প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকায়। খুচরা বিক্রি হয়েছে ৪৮ টাকা থেকে ৫০ টাকায়। তবে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম আর কমানো সম্ভব হচ্ছে না।

খাতুনগঞ্জের ব্যবসায়ী এইচ জে ট্রেডার্সের মালিক মো. দেলোয়ার হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে পেঁয়াজের কেজি ছিল ৫০ থেকে ৫৫ টাকা। শনিবার ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা থেকে ৪২ টাকায় বিক্রি করা হয়। ভারতীয় পেঁয়াজের কারণে চট্টগ্রামে দেশীয় পেঁয়াজের চাহিদা কমেছে। পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে।’

চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পেঁয়াজের দাম কমে এসেছে। তবে আরও কমানো সম্ভব হতো। যদি পরিবহন ভাড়া বাড়তি না হতো। আগে রাজশাহীর সোনামসজিদ এলাকা থেকে প্রতি ট্রাক পেঁয়াজ চট্টগ্রামে আসতো ৩৫-৩৬ হাজার টাকায়। বর্তমানে সেখানে ৫০ থেকে ৫২ হাজার টাকা দিতে হচ্ছে। প্রতি ট্রাকে পেঁয়াজ পরিবহন করা যায় ১৩ টন থেকে সাড়ে ১৩ টন। আমের মৌসুম এবং কোরবানি পশু পরিবহন শুরু হওয়ায় ট্রাকের ভাড়া বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে পণ্য পরিবহনে এক নিয়ম। আবার চট্টগ্রামে পণ্য পরিবহনে আরেক নিয়ম চালু রয়েছে। সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত ওজন স্কেলের কারণে ১৩ টন কিংবা সাড়ে ১৩ টনের বেশি পণ্য চট্টগ্রামে আনা-নেওয়া যাচ্ছে না। অথচ একটি ট্রাকে করে ২২ টন থেকে ২৫ টন পণ্য পরিবহন করা যেতে পারে। ওজন স্কেলের কারণে চট্টগ্রামে অর্ধেক পণ্য নিয়ে আসা-যাওয়া করতে হয়। বিষয়টি নিয়ে আমরা বাণিজ্যমন্ত্রী, যোগাযোগ মন্ত্রীসহ প্রশাসনের সংশ্লিষ্টদের একাধিকবার বলেছি। কোনও কাজ হয়নি। এই ওজন স্কেলের কারণে পণ্যের দাম বাড়ছে। সেটি যাতে দ্রুত তুলে দেওয়া হোক।’

এদিকে শনিবার সকালে নগরীর আতুরার ডিপো বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ খুচরায় বিক্রি হচ্ছে ৪৮ টাকা থেকে ৫০ টাকায়। একই দামে নগরীর বহদ্দারহাট, কাজির দেউড়ি বাজারসহ সবখানে বিক্রি করা হচ্ছে।

/এসএন/
সম্পর্কিত
পেঁয়াজ আমদানি শুরু
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪
সর্বশেষ খবর
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
ঢাকায় শুরু তিন দিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী
ঢাকায় শুরু তিন দিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী
শেখ হাসিনার প্রত্যাবর্তনে সাধারণ মানুষের জীবন বদলে গেছে: সাদ্দাম
শেখ হাসিনার প্রত্যাবর্তনে সাধারণ মানুষের জীবন বদলে গেছে: সাদ্দাম
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
সর্বাধিক পঠিত
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
৬১৭ কোটি টাকার প্রকল্প, সাড়ে তিন বছরে হলো ১৩ শতাংশ কাজ
৬১৭ কোটি টাকার প্রকল্প, সাড়ে তিন বছরে হলো ১৩ শতাংশ কাজ
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন