X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৫৭ টন কাঁচা মরিচ

হিলি প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ২০:২৪আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২০:২৪

কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে কাঁচা মরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। বৃহস্পতিবার একদিনেই ৭টি ট্রাকে ৫৭ টন ২৪৭ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। এদিকে, হিলি বাজারে সরবরাহ বাড়ায় দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা করে।

হিলি স্থলবন্দর দিয়ে সততা বাণিজ্যালয়, সম্পা ট্রেডার্স ও বিকে ট্রেডার্স নামে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এই কাঁচা মরিচ আমদানি করে। স্থলবন্দরে ক্রেতা না থাকায় এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এসব মরিচ ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে হিলি বাজারে দেশি কাঁচা মরিচ ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা বৃহস্পতিবার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারের বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘গতকাল আমরা ২৮০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে ৩০০ টাকায় বিক্রি করেছি। আজ সেই মরিচ আমরা হাটে ২৪০ টাকায় কিনেছি। খরচ হিসাব করে ২৬০ টাকায় বিক্রি করছি।’ 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘আমদানির অনুমতি পাওয়ায় দীর্ঘ ১০ মাস বন্ধের পর গত ২৬ জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এদিন ৫টি ট্রাকে ২৭ হাজার ১৬৬ কেজি কাঁচা মরিচ আমদানি হয়। ঈদের ছুটির পর গত বুধবার থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। তবে আজ শুক্রবার ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে।’

প্রসঙ্গত, দেশে কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে গত ২৫ জুন ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। এর ফলে ১০ মাস বন্ধের পর ২৬ জুন থেকে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।

/এমএএ/
সম্পর্কিত
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড