X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১
সিলেটের সড়কে নিহত ৭

মাইক্রোবাসে ঢাকা থেকে সাদাপাথর ভ্রমণে এসেছিলেন পর্যটকরা

তুহিনুল হক তুহিন, সিলেট
২০ জুলাই ২০২৩, ১৪:২৭আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৭:৪৫

ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র ভ্রমণে এসেছিলেন দুর্ঘটনায় পড়া মাইক্রোবাসটির আরোহীরা। এ ঘটনায় সিএনজি অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় সাত জন নিহত হয়েছেন।  

জানা গেছে, বুধবার (১৯ জুলাই) রাতে ঢাকা থেকে যাত্রা করে মাইক্রোবাসটি। বৃহস্পতিবার সাদাপাথরসহ সিলেটের কয়েকটি পর্যটনকেন্দ্রে ঘুরে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল পর্যটকদের। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে মাইক্রোবাসটির চাকা ফেটে যায় এবং সিলেটগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয় জন এবং পরে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও অটোরিকশাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এ ব্যাপারে মাইক্রোবাসটি ভাড়া দেওয়া ব্যক্তি সিরাজুল ইসলাম বলেন, ‘হেমায়েতপুরের পেট্রোল পাম্পের সামনে থেকে চালক তাহেরের সঙ্গে কথা বলে একদিনের জন্য মাইক্রোবাসটি ভাড়া নেন পর্যটকরা। বুধবার রাতে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র দেখার জন্য রওয়ানা হন তারা। যতটুকু জেনেছি, মাইক্রোবাসের চালক তাহের হাসপাতালে ভর্তি। ইতোমধ্যে আমরা সিলেটের উদ্দেশে রওনা হয়েছি।’

নিহত সাত জনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন মিয়া (৩০); একই উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের ইদ্রিস আলী; কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজি মাওলানা আমির উদ্দিন। আমির কোম্পানীগঞ্জের পারোয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দ্রাগাঁও নামক স্থানে পৌঁছালে গাড়িটির সামনের ডানপাশের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হন।

খাদ থেকে উদ্ধার করা অটোরিকশা গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, মাইক্রোবাসের চাকা বার্স্ট হয়ে সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ছয় যাত্রী নিহত হন। মাইক্রোবাসটিতে পর্যটকরা ঢাকা থেকে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র দেখতে আসছিলেন। নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর: অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা: নিহত বেড়ে ৭

/এমএএ/
সম্পর্কিত
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭
রাশিয়ায় ইউক্রেনীয় হামলায় নিহত ৫
বিআরটিএর প্রতিবেদনএপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ
সর্বশেষ খবর
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা