X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৪

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ১৭:০৫আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৭:০৫

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ চার জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। বুধবার (২৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, ঘাটাইল উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন, ধনবাড়ী উপজেলার মুসুদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং কালিহাতী উপজেলার বিএনপির সদস্য সোনা মিয়া।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে এবং বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ চার জনকে গ্রেফতার করা হয়। মহাসমাবেশ বানচাল করার জন্য পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে যাতে কেউ সমাবেশে যোগ দিতে না পারে। এ ছাড়া সড়ক ও মহাসড়কে চেকপোস্ট বসিয়েও তল্লাশি করা হচ্ছে। এরপরও জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করার জন্য ঢাকায় গিয়েছে।’

টাঙ্গাইল আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, জাকির হোসেনের বিরুদ্ধে ২০২২ সালের একটি নাশকতার মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠিয়েছে। পরে মধুপুর-গোপালপুর আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দ জাকির হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘কালিহাতী থানার একটি মামলায় ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।’

সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারজানা আফরোজ জেমি বলেন, ‘ছুটিতে রয়েছি তাই এই বিষয়ে জানা নেই।’

/এসএন/
সম্পর্কিত
মে দিবসে সিপিবি’র সমাবেশ
দুর্নীতিবাজ নেতৃত্ব দিয়ে দেশের পরিবর্তন হবে না: নুর
তীব্র গরম উপেক্ষা করে রাজপথে বিএনপির নেতাকর্মীরা
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!