X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘এত পা‌নি কখনও হয়‌নি অতীতে’

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৯ আগস্ট ২০২৩, ১৯:৪২আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৯:৫২

টানা সাত‌দিন বৃ‌ষ্টির পর মঙ্গলবার (৮ আগস্ট) রাত থে‌কে বৃ‌ষ্টি কমে আস‌লে পা‌নি নাম‌তে শুরু ক‌রে। এতে উঁচু এলাকার পা‌নি নে‌মে গে‌লেও ডু‌বে রয়েছে অধিকাংশ নিচু এলাকা। পা‌নি নে‌মে যাওয়ায় অনেকেই ফিরছেন নিজ বা‌ড়ি‌তে। পরিষ্কার পরিচ্ছন্নতার কা‌জে ব্যস্ত হ‌য়ে পড়‌ছেন তারা। 

এদি‌কে টানা বর্ষণে বন‌্যা ছাড়াও বি‌ভিন্ন স্থা‌নে দেখা দি‌য়ে‌ছে ছোট বড় পাহাড় ধসের ঘটনা। প‌রি‌স্থি‌তি কিছুটা স্বাভা‌বিক হ‌য়ে আস‌লেও এখনেও বিদ‌্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টার‌নেট সেবা থে‌কে ব‌ঞ্চিত র‌য়ে‌ছেন সাধারণ মানুষ। এবা‌রের বন‌্যা অতী‌তের সকল বন‌্যাকে হার মা‌না‌লেও প্রাকৃ‌তিক দুর্যোগে কোথাও হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র স্থানীয়রা জানান, গেল মঙ্গলবার থে‌কে শুরু হয় টানা বর্ষণ। লাগাতার সাত‌দি‌নের টানা বর্ষণের ফ‌লে ডু‌বে যায় বান্দরবা‌নের প্রধান বাজার, ডি‌সির বাসভবন, এস‌পি অফিস, বাসভবন, এল‌জিইডি অফিস, নির্বাচন অফিস, জর্জ কোর্টসহ মেম্বার পাড়া, আর্মি পাড়া, হা‌ফেজ ঘোনা, ইসলামপুর, কালাঘাটা ও বালাঘাটাসহ শহ‌রের প্রায় ৮০ শতাংশ বা‌ড়িঘর। এবা‌রের বন‌্যা অতী‌তের সব বন‌্যাকে হার মা‌নি‌য়ে‌ছে।

প্ল‌া‌বিত এলাকা ঘু‌রে দেখা‌ গে‌ছে, কিছু কিছু উঁচু এলাকার পা‌নি স‌রে গে‌ছে। আর এসব এলাকার বা‌সিন্দারা নিজ বা‌ড়ি‌তে ফি‌রেই পরিষ্কার পরিচ্ছন্নতার কা‌জে লে‌গে গে‌ছে। বিদ‌্যুৎ না থাকায় অন্ধকা‌রে কাজ কর‌তে কষ্ট হ‌চ্ছে সবার। এত পা‌নি হ‌বে ভা‌বে‌নি কেউ। তাই ঘরের জিনিসপত্র বের ক‌রেন‌নি অনে‌কে। অনেকেই বা‌ড়ির ভেত‌রে একটু উঁচু স্থা‌নে মালপত্র রে‌খে ঘর থে‌কে বের হ‌ন। ঘ‌রে ফি‌রে দেখেন শেষে সম্বলটুকুও নষ্ট হ‌য়ে‌ গে‌ছে। নিচু এলাকার পা‌নি এখ‌নও সর‌ছে না। তাই অনেকে আশ্রয়কে‌ন্দ্রে আবার অনেকে স্বজন‌দের বা‌ড়ি‌তে র‌য়ে‌ গে‌ছেন। 

বন‌্যায় ক্ষতিগ্রস্ত মো. আজম ব‌লেন, ‘বে‌শি ক্ষ‌তি হ‌য়ে‌ছে এ বছর। এত পা‌নি হ‌বে ভাব‌তেও পা‌রি‌নি। এত পা‌নি কখ‌নো হয়‌নি অতী‌তে।’

পানি থেকে আসবাবপত্র সরিয়ে নেওয়া হচ্ছে জ্যোৎস্না বেগম বলেন, ‘আমার সব পা‌নি‌তে ডু‌বে নষ্ট হ‌য়ে‌ গে‌ছে। কিছুই আর রইলো না আমার। ভাব‌তেও কষ্ট হ‌চ্ছে।’

বিদ‌্যুৎ বিভা‌গের দীপ্ত চক্রবর্তী ব‌লেন, ‘বিদ‌্যুৎ লাইনে অনেক সমস‌্যা হ‌য়ে‌ছে। আরও চার থেকে পাঁচ দিন লাগ‌তে পা‌রে বিদ‌্যুৎ সরবরাহ দি‌তে।’

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজা‌হিদ উদ্দিন ব‌লেন, ‘জেলা প্রশাসন, পৌরসভা, উপ‌জেলা প‌রিষদ, ইউনিয়ন প‌রিষদ, পু‌লিশ, সেনাবা‌হিনী সবাই মি‌লিত হ‌য়ে কাজ কর‌ছে। যতটুকু সম্ভব প্রশাসন ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখ‌ছে। তা‌দের খাদ‌্য সরবরাহ, চি‌কিৎসা ব‌্যবস্থা সব‌কিছুই করা হ‌চ্ছে। আশা কর‌ছি সবাই নিরাপ‌দে বা‌ড়ি ফির‌তে পার‌বে।’

/এসএন/
সম্পর্কিত
ধোবাউড়ায় নিতাই পাড়ের মানুষের কষ্ট২৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ, বর্ষা এলেই আতঙ্কে থাকেন তারা
বন্যায় ক্ষতিগ্রস্ত চার জেলায় ৩০০ ঘর হস্তান্তর
রানা প্লাজা ট্র্যাজেডি: ক্ষতিপূরণ মামলা শুনানির অপেক্ষায় কেটে গেলো এক যুগ
সর্বশেষ খবর
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ