X
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
২৪ অগ্রহায়ণ ১৪৩০

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ জাদুঘর যেন ইতিহাসের প্রতিচ্ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ১৪:২৩আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৪:২৩

চুয়াডাঙ্গা পুলিশ লাইনে পরিত্যক্ত কক্ষ এখন বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম ও বিজয়ের কথা বলছে। এখানে তৈরি করা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ জাদুঘর যেন এক ছাদের নিচে বাংলাদেশের ইতিহাসের প্রতিচ্ছবি। ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১-এর মহান স্বাধীনতা, বঙ্গবন্ধুর ছেলেবেলা থেকে শুরু করে শিক্ষা ও রাজনৈতিক জীবন, চুয়াডাঙ্গার ইতিহাস, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা– প্রতিটি ইতিহাস তুলে ধরা হয়েছে দেয়ালের ছবির ফ্রেমে।

এখনকার তরুণ প্রজন্মের কাছে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার এই পরিকল্পনা এবং এর বাস্তবায়নকারী চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুন। জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে। সারা দেশে পুলিশ বিভাগের মধ্যে এটিই প্রথম জাদুঘর। তাই পুলিশ সদস্য ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আগ্রহ একটু বেশিই।

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে কক্ষটির আটটি দেয়ালের মধ্যে প্রথমটিতে আছে–  বঙ্গবন্ধু ও বহির্বিশ্ব। দ্বিতীয় দেয়ালে আছে ৭ মার্চের ভাষণ। তৃতীয় দেয়ালে স্বাধিকার থেকে স্বাধীনতা, ১৯৪৭-১৯৭০ সাল পর্যন্ত  (বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী, শিক্ষাজীবন, ঘটনাপ্রবাহ)। চতুর্থ দেয়ালে রক্তাক্ত ১৯৭১ সাল। পঞ্চম দেয়ালে ১৯৭২-৭৫ সালের ইতিহাস। ষষ্ঠ দেয়ালে বাংলাদেশ পুলিশের অবদান (মহান মুক্তিযুদ্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষায়)। সপ্তম দেয়ালে মহান মুক্তি সংগ্রামে চুয়াডাঙ্গা। অষ্টম দেয়ালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা।

তথ্যচিত্রের ভিত্তি করে নির্মিত এই জাদুঘর থেকে জানার আছে অনেক কিছু। নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে এই সংগ্রহশালা। এটি আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিশেষ দিনে জেলার ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে।

ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বঙ্গবন্ধু ও বাংলাদেশ সর্ম্পকে জানতে এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন বলেন, ‘আমরা অনেকেই বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানি না। এখানে এসে তা জানার সুযোগ হলো।’

আরেক শিক্ষার্থী সানজিদা ইসলাম বলেন, ‘এখানে এসে মনে হচ্ছে এক ছাদের নিচে একখণ্ড বাংলাদেশ দেখতে পারছি। খুব ভালো লাগছে এখানে এসে। অনেক কিছু জানতে পারছি। আবার বাংলাদেশ এখন কত এগিয়ে গেছে এবং আগামী বাংলাদেশ কেমন হবে তারও ধারণা মিলছে এখানে। একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস সম্পর্কে জানতে পারলাম।’

এখানে আছে বাংলাদেশের উন্নয়নের চিত্রও এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে এখানে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সংগ্রাম ও স্বপ্ন এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমাদের স্বাধীনতায় জাতির পিতার যে অবদান সেটি তুলে ধরা হয়েছে। পরে বাংলাদেশকে নিয়ে যে বঙ্গবন্ধুর চিন্তা ছিল সেটিও তুলে ধরা হয়েছে। এ ছাড়া আমাদের এই কক্ষের দেয়ালে আছে চুয়াডাঙ্গার গৌরবময় ইতিহাস। এখানে আমরা একটা ছোট বাংলাদেশকে তুলে ধরেছি। যার মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাস সম্পর্কে জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
গেরিলা যুদ্ধ কী, গেরিলা কারা?
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে ১০০০ জনের যৌথ বিবৃতি
বিমানবন্দরে সম্মুখযুদ্ধে পাকিস্তানি ঘাঁটির পতন, উল্লাসে ফেটে পড়ে পুরো কুমিল্লা
সর্বশেষ খবর
নিশ্চিত করলেন প্রেম, উসকে দিলেন বিয়ে গুঞ্জন!
নিশ্চিত করলেন প্রেম, উসকে দিলেন বিয়ে গুঞ্জন!
‘পোশাক খাতে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন’
‘পোশাক খাতে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন’
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজনীতি যার যার, অর্থনীতি সবার: এফবিসিসিআই সভাপতি
রাজনীতি যার যার, অর্থনীতি সবার: এফবিসিসিআই সভাপতি
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
যাত্রীসেবা বাড়াতে ৪ অঞ্চলে ভাগ হচ্ছে রেলওয়ে
যাত্রীসেবা বাড়াতে ৪ অঞ্চলে ভাগ হচ্ছে রেলওয়ে
যাত্রাবিরতির দাবিতে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে মানববন্ধন
যাত্রাবিরতির দাবিতে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে মানববন্ধন
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
ট্রাভেল ট্যুর প্যাকেজের নামে কোটি টাকার প্রতারণা
ট্রাভেল ট্যুর প্যাকেজের নামে কোটি টাকার প্রতারণা