X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ জাদুঘর যেন ইতিহাসের প্রতিচ্ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ১৪:২৩আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৪:২৩

চুয়াডাঙ্গা পুলিশ লাইনে পরিত্যক্ত কক্ষ এখন বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম ও বিজয়ের কথা বলছে। এখানে তৈরি করা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ জাদুঘর যেন এক ছাদের নিচে বাংলাদেশের ইতিহাসের প্রতিচ্ছবি। ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১-এর মহান স্বাধীনতা, বঙ্গবন্ধুর ছেলেবেলা থেকে শুরু করে শিক্ষা ও রাজনৈতিক জীবন, চুয়াডাঙ্গার ইতিহাস, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা– প্রতিটি ইতিহাস তুলে ধরা হয়েছে দেয়ালের ছবির ফ্রেমে।

এখনকার তরুণ প্রজন্মের কাছে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার এই পরিকল্পনা এবং এর বাস্তবায়নকারী চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুন। জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে। সারা দেশে পুলিশ বিভাগের মধ্যে এটিই প্রথম জাদুঘর। তাই পুলিশ সদস্য ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আগ্রহ একটু বেশিই।

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে কক্ষটির আটটি দেয়ালের মধ্যে প্রথমটিতে আছে–  বঙ্গবন্ধু ও বহির্বিশ্ব। দ্বিতীয় দেয়ালে আছে ৭ মার্চের ভাষণ। তৃতীয় দেয়ালে স্বাধিকার থেকে স্বাধীনতা, ১৯৪৭-১৯৭০ সাল পর্যন্ত  (বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী, শিক্ষাজীবন, ঘটনাপ্রবাহ)। চতুর্থ দেয়ালে রক্তাক্ত ১৯৭১ সাল। পঞ্চম দেয়ালে ১৯৭২-৭৫ সালের ইতিহাস। ষষ্ঠ দেয়ালে বাংলাদেশ পুলিশের অবদান (মহান মুক্তিযুদ্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষায়)। সপ্তম দেয়ালে মহান মুক্তি সংগ্রামে চুয়াডাঙ্গা। অষ্টম দেয়ালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা।

তথ্যচিত্রের ভিত্তি করে নির্মিত এই জাদুঘর থেকে জানার আছে অনেক কিছু। নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে এই সংগ্রহশালা। এটি আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিশেষ দিনে জেলার ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে।

ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বঙ্গবন্ধু ও বাংলাদেশ সর্ম্পকে জানতে এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন বলেন, ‘আমরা অনেকেই বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানি না। এখানে এসে তা জানার সুযোগ হলো।’

আরেক শিক্ষার্থী সানজিদা ইসলাম বলেন, ‘এখানে এসে মনে হচ্ছে এক ছাদের নিচে একখণ্ড বাংলাদেশ দেখতে পারছি। খুব ভালো লাগছে এখানে এসে। অনেক কিছু জানতে পারছি। আবার বাংলাদেশ এখন কত এগিয়ে গেছে এবং আগামী বাংলাদেশ কেমন হবে তারও ধারণা মিলছে এখানে। একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস সম্পর্কে জানতে পারলাম।’

এখানে আছে বাংলাদেশের উন্নয়নের চিত্রও এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে এখানে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সংগ্রাম ও স্বপ্ন এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমাদের স্বাধীনতায় জাতির পিতার যে অবদান সেটি তুলে ধরা হয়েছে। পরে বাংলাদেশকে নিয়ে যে বঙ্গবন্ধুর চিন্তা ছিল সেটিও তুলে ধরা হয়েছে। এ ছাড়া আমাদের এই কক্ষের দেয়ালে আছে চুয়াডাঙ্গার গৌরবময় ইতিহাস। এখানে আমরা একটা ছোট বাংলাদেশকে তুলে ধরেছি। যার মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাস সম্পর্কে জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল