X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউপি সচিবের বিরুদ্ধে সরকারি বরাদ্দ তছরুপের অভিযোগ ৮ সদস্যের

নোয়াখালী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ১৮:৫২আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৯:২১

নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে সরকারের বরাদ্দ অনুদান সহযোগিতার বিষয়ে অবহিত না করে তা তছরুপের অভিযোগ এনেছেন ৮ সদস্য (মেম্বার)। বুধবার (২২ আগস্ট) এ বিষয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

অভিযোগে বলা হয়, ‘জনগণের জন্য সরকার কর্তৃক বরাদ্দ করা অনুদান সহযোগিতার বিষয়ে আমাদের না জানিয়ে ইউনিয়ন পরিষদের সচিব আক্তার হোসেন ও তার দলীয় লোকজন তছরুপ করছেন। এ বিষয়ে চেয়ারম্যান সাহেবকে বলার পরও তিনি নিরুত্তর থাকেন। এ অবস্থায় ওই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। না হলে এটি আমাদের ও এলাকাবাসীর ক্ষতির কারণ হবে।’

বিজবাগ ইউনিয়নের বর্তমান পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ছায়েদুল হক; ২নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম; ৫নং ওয়ার্ডের সদস্য আবদুল হান্নান; ৬নং ওয়ার্ডের সদস্য মাহবুবুল আলম শিমুল; ৮নং ওয়ার্ডের সদস্য শাহজাহান মানিক; ৯নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন; ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য বিবি হাজেরা খাতুন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মাকসুদা আক্তার অভিযোগপত্রে সই করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদস্য আবদুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এলাকার উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে ভোটের আগে আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা নির্বাচিত হয়েছি ২০ মাস আগে। এই সময়ে আমরা প্রতিশ্রুতির ২০ ভাগ কাজও করতে পারিনি। আমাদের ইউনিয়নে কোনও মাসিক মিটিং হয় না, কোনও রেজুলেশন হয় না। সরকার থেকে কী বরাদ্দ আসে সে বিষয়ে আমরা জানি না। এসব বরাদ্দ কোন খাতে খরচ হয় তাও আমাদের জানানো হয় না। ইউনিয়ন পরিষদ সচিব ও তার লোকজন মিলেমিশেই এসব বরাদ্দ খরচ করেন। আমরা এলাকার মানুষের জন্য কিছু করতে পারি না। সচিবের বিষয়ে চেয়ারম্যানের কাছে একাধিক বার বলা হলেও তিনি কোনও পাত্তা দেন না। তাই আমরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি। সেখানেও যদি কাজ না হয়, আমরা জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযোগ করবো।’

অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদ সচিব আক্তার হোসেন বলেন, ‘এটি ভিত্তিহীন অভিযোগ। ইউনিয়ন পরিষদ সচিবের প্রকল্প দেওয়ার কোনও ক্ষমতা থাকে না। তা ছাড়া যেকোনও প্রকল্পের কাজ আসলে আমরা পরিষদের নোটিশ বোর্ডে নোটিশের কপি লাগিয়ে দিই। কোনও সদস্য যদি প্রকল্পের কাজ না করিয়ে পুরো টাকা আত্মসাৎ করতে চান, সেটি আমি করিয়ে দিতে পারি না। আর এখন সরকারিভাবে বরাদ্দ কম। তাই সবাইকে তো সব সময় কাজ দেওয়া সম্ভব হয় না। তা ছাড়া পরিষদ সদস্যদেরও জানতে হবে ইউনিয়ন সচিবের কার্যপরিধি কতটুকু। আমাদের ইউনিয়নে প্রতি মাসেই মিটিং হয়। চেয়ারম্যান অসুস্থ থাকায় দুই-এক মাস সমস্যা হয়েছে। নিয়ম অনুযায়ী সভার সভাপতি চেয়ারম্যান। মিটিংও ডাকেন তিনি। ইতোপূর্বে যেসব মিটিং হয়েছে তার রেজুলেশনও আমাদের কাছে আছে। চেয়ারম্যান স্যার বর্তমানে ছুটিতে আছেন। তিনি ছুটি শেষে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানার জন্য বিজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজলের ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। জানা গেছে, ব্যক্তিগত চিকিৎসার জন্য তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, 'আমি অসুস্থতার কারণে আজ ছুটিতে আছি। এ ধরনের কোনও অভিযোগ এখনও আমার হাতে পৌঁছায়নি। কেউ এ ধরনের অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।'

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির