X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩২

বগুড়ার শাজাহানপুরে শাহজালাল তালুকদার পারভেজ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল হাটখোলাপাড়ার সাবেক ইউপি সদস্য মনসুর রহমান তালুকদার মন্টুর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বগুড়া সদরের কৈচড় বিএম কলেজের প্রভাষক ছিলেন।

পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি এলাকা থেকে মোটরসাইকেলে রানীরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশা নিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আত্মরক্ষায় তিনি দৌড়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মাস্টার জানান, নিহত প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ তার সংগঠনের সহ-সভাপতি ছিলেন। জমিজমা সংক্রান্ত ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছেন। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হযরত আলী মাস্টার বলেন, ‘এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সাগর বাহিনী এ হত্যাকাণ্ডে জড়িত। সাগর জেলে থেকে আমাকেও হত্যা করার জন্য টাকা বিনিয়োগ করেছে।’

শাহাজানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

 

/এমএএ/
সম্পর্কিত
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট