বগুড়া সদরে শুক্রবার সকালে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। তিন দফা দাবিতে শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে মোজামনগর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নওদাপাড়া এলাকায় শেষ হয়েছে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
তবে সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, জামায়াতের মিছিল-সমাবেশের অনুমতি নেই। তারা গোপনে শহরের বাইরে ঝটিকা মিছিল করে থাকতে পারে।
জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে তিন দফা দাবি আদায়ে মিছিলটি বের করা হয়। কর্মসূচিতে শহর জামায়াতের বিভিন্ন ওয়ার্ড ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।
বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল জানান, সমাবেশে সরকারের পদত্যাগ দাবি করে কেয়ারটেকার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।