X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

ঐতিহ্যবাহী নৌকাবাইচে মুখরিত চাপড়া বিল, দর্শনার্থীদের ঢল

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ার চাপড়া বিলে অনুষ্ঠিত হয়ে গেলো নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে অংশ নেয় বাহারি রঙে সাজানো টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলার অর্ধশতাধিক নৌকা। নৌকাবাইচ দেখতে ভিড় জমান হাজারো মানুষ। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝিমাল্লাদের নাচ-গানে মুখরিত হয় চাপড়া বিল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

হাজার হাজার মানুষ নৌকাবাইচ উপভোগ করেন এমন আয়োজনের খবরে সকাল থেকেই নানা বয়সী হাজার হাজার মানুষ বিলের দুই পাশে নৌকা ভাড়া করে ভিড় জমান। এ ছাড়াও সড়কের পাশে দাঁড়িয়ে দর্শনার্থীরা নৌকাবাইচ উপভোগ করেন। প্রতিযোগীরা দর্শকের উৎসাহ পেয়ে নেচে-গেয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। প্রতিবছরই এমন আয়োজনের দাবি জানান দর্শক ও বিনোদনপ্রেমী মানুষরা।

প্রতিযোগিতায় মা-বাবার দোয়া নামের নৌকা চ্যাম্পিয়ন ও চাচা-ভাতিজা নামের নৌকা রানারআপ হয়। পরে চ্যাম্পিয়ন নৌকার মালিককে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল এবং রানারআপ নৌকার মালিককে ফ্রিজ দিয়ে পুরস্কৃত করা হয়।

এদিকে, নৌকাবাইচের জন্য বাসাইল-সখীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। যান চলাচল বন্ধ রেখে নৌকাবাইচ পরিচালনা করায় যাত্রীসাধারণ চরম ক্ষোভ প্রকাশ করেন।

এতে অংশ নেয় বাহারি রঙে সাজানো অর্ধশতাধিক নৌকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আখতার হোসেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন আনোয়ার খান মডেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক এমএ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব আমীন শরিফ সুপন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
বর্ণাঢ্য আয়োজনে ‘শব্দকথা সাহিত্য উৎসব-২০২৪’ উদযাপন
বান্দরবানে ২৫ বছর পর নৌকাবাইচ অনুষ্ঠিত
ফরিদপুরে পলো দিয়ে মাছ ধরার উৎসবে হাজারো মানুষ
সর্বশেষ খবর
ঢাকায় ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন করবে ওয়াসা
ঢাকায় ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন করবে ওয়াসা
বিদেশ থেকে ফেরার একদিন পরই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে দেওয়া হলো পুলিশে
বিদেশ থেকে ফেরার একদিন পরই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে দেওয়া হলো পুলিশে
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল
সর্বাধিক পঠিত
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
চলমান পরিস্থিতি নিয়ে মামুনুল হকের বিশেষ আহ্বান
চলমান পরিস্থিতি নিয়ে মামুনুল হকের বিশেষ আহ্বান
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
নবম পে-স্কেল ঘোষণাসহ ৫ দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের
নবম পে-স্কেল ঘোষণাসহ ৫ দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের