X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সাধু-ভক্তের পদচারণায় মুখর লালন সাঁইয়ের আখড়া

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১৮:০১আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৮:০১

বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস (১৭ অক্টোবর) মঙ্গলবার। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজারে শুরু হচ্ছে তিন দিনের স্মরণোৎসব। স্থানীয় লালন একাডেমির আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া উৎসবে থাকছে লালন মেলা, লালনের জীবনদর্শন, স্মৃতিচারণ করে আলোচনা সভা এবং লালন সঙ্গীতানুষ্ঠান।

এ আয়োজন ঘিরে মরা কালিগঙ্গা নদীর তীরে এরই মধ্যে বসেছে গ্রামীণ মেলা। তিন দিনের এ আয়োজনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন সাঁইয়ের আখড়ায় জড়ো হয়েছেন সাধু-গুরু, বাউল ও ভক্ত-শিষ্যরা। স্মরণোৎসব ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। উৎসবে এবারের প্রতিপাদ্য ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।

লালনের মাজার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, তিরোধান দিবস উপলক্ষে ইতোমধ্যে জড়ো হয়েছেন সাধু-ফকির ও ভক্তরা। চলছে গানে গানে লালনের জাতপাতহীন, মানবতাবাদী ও অহিংস দর্শনের প্রচার।

ঢাকার উত্তরা থেকে আসা লালনভক্ত নজরুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমার আসলে অনেকদিনের আশা ছিল লালন সাঁইয়ের মাজারে আসা। তাই ঢাকা থেকে এসেছি। এর আগে আমি লালনের গান শুনেছি। এবার প্রথম লালন মাজারে এসে এখানকার পরিবেশ দেখে খুব ভালো লাগছে।’

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা মো. নজরুল ইসলাম বলেন, ‘অনেকদিন শুধু দূর থেকে দেখেছি, আজকে নিজে এসে দেখি অনেক সাধু-ভক্তরা এখানে এসেছেন। লালন সাঁইজি অনেক উঁচুমানের সাধক ছিলেন। তাই আমি এখানে এসেছি জানার জন্য, বোঝার জন্য।’

লালন একাডেমির অ্যাডহক কমিটির সদস্য তাইজাল আলী খান বলেন, ‘তিরোধান দিবস উপলক্ষে লালন মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী লালন মেলা হবে। কয়েকদিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছেন ভক্তরা অনুসারীরা। অন্যান্য বারের মতো এবারও হাজার হাজার মানুষের আগমন ঘটতে পারে।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পলাশ কান্তি নাথ  বলেন, ‘লালন মেলা উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। মাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।’

প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক ফকির লালন সাঁই বাউল গানের মাধ্যমে মানবতাবাদী দর্শন প্রচার করেছেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পর থেকে এই মেলা চলে আসছে। প্রতি বছর ১ কার্তিক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় তার তিরোধান দিবস পালন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
কর্মকর্তার বিয়ে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনও আয়োজন
রাষ্ট্রীয়ভাবে বাউল দিবসের স্বীকৃতি চান ময়মনসিংহের শিল্পীরা
যশোরের মণিরামপুরেসন্ত্রাসী হামলায় বাউল গানের আসর পণ্ড, ‘বড় কিছু না’ বলছে পুলিশ
সর্বশেষ খবর
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন